TMC MLA: 'সীমা ছাড়াচ্ছেন', আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে হুঙ্কার TMC বিধায়কের
Junior Doctors Protest: ৪০দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ৯ দিনে ধর্না। এই পরিস্থিতিতে একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের নিশানা করেছেন।
চুঁচুড়া (হুগলি) : ফের জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি আরও এক শাসক বিধায়কের। 'সীমা ছাড়াচ্ছেন' ডাক্তাররা, এই ভাষাতেই হুঙ্কার দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথের পর এবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। RG Kar News
৪০দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ৯ দিনে ধর্না। এই পরিস্থিতিতে একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের নিশানা করেছেন। এদিন সরব হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। অসিত মজুমদার বলেন, 'মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন। নাটক ছাড়া আর কিছু নয় এখন। এখন যা হচ্ছে সবটাই নাটক। সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে...মুখ্যমন্ত্রী তো প্রায় সবই মেনে নিয়েছেন। মমতাদি যত স্নেহ, ভালবাসা, মমত্ব দিয়ে এই আন্দোলনটাকে দেখছেন এর বেশি করা যায় না। অবশ্যই, সীমা তো ছাড়াচ্ছেন।'
এদিকে রাত-দখল করতে যাওয়া মহিলাদের কটাক্ষ করতে গিয়ে মদ খাওয়ার প্রসঙ্গ টেনে এনেছে রাজ্যের মন্ত্রী। রাত দখলের আন্দোলন নিয়ে এর আগে মহিলাদের কার্যত হুঁশায়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবার প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রীর দাবি, রাত দখল করতে গিয়ে কেউ কেউ রাস্তায় বসে মদ খাচ্ছে ! এবার মেয়েরা রাত দখলের নামে কোথায় যাচ্ছে, বাবা- মায়েদের খোঁজ রাখতে বলেন তিনি।
উদয়ন গুহর পর এবার স্বপন দেবনাথ। সোমবার কালনায় একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মহিলা প্রতিবাদীদের এভাবেই আক্রমণ করেন প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী। 'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে। রাত ২টোয় আপনার মেয়ে কোন রাতজাগা আন্দোলনে গেছে, খোঁজ নিয়েছেন? আমাদের ছেলেরা যদি পাহারা না দিত, মত্ত অবস্থায় মেয়েটার কিছু হয়ে গেলে তখন তো দায় আমাদের ঘাড়ে চাপত।' ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা। মন্ত্রীর দাবি, তাঁর এলাকায় কোন মহিলা মদ্যপান করছেন, তা দেখতে তিনি ২ দিন বিভিন্ন হোটেলে খোঁজ নেন। হোটেল মালিকদের বলেও দেন মহিলাদের মদ না দিতে, নিজেই জানিয়েছেন মন্ত্রী। বিতর্কিত মন্তব্যের পরেও অবস্থানে অনড় স্বপন দেবনাথ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।