RG Kar Protest : স্বাস্থ্যভবন অভিযানের আগে জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরেকটি মোক্ষম দাবি, মানবে রাজ্য?
Swasthya Bhawan Abhijan : মুখ্যমন্ত্রী সোমবারই বলেন, জুনিয়র ডাক্তাদের দাবিপূরণের বিষয়ে বলেন, 'আপনি আমাকে ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি। ৫টা নাও করতে পারি।'
সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : ডেডলাইনের পাল্টা ডেডলাইন। এবার রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। আগের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরও একটি বড় দাবি। কিন্তু তা মানবে কি রাজ্য ? মুখ্যমন্ত্রী সোমবারই বলেন, জুনিয়র ডাক্তাদের দাবিপূরণের বিষয়ে বলেন, 'আপনি আমাকে ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি। ৫টা নাও করতে পারি।'
এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি রেখেছেন, সেগুলি হল -
- আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা এবং ঘটনার মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
- তথ্যপ্রমাণ লোপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা।
- কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।
- মেডিক্যাল কলেজ, হাসপাতাল-সহ রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
- সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।
- স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ।
রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (DHS) ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার (DME) ইস্তফার দাবিটি নতুন করে সংযোজিত । এই দাবি পূরণের জন্য আজ করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি।
সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এদিকে নিজেদের দাবিতেও এককাট্টা প্রতিবাদীরা। তাঁদের দাবি মেনে নিলে, সদর্থক পদক্ষেপ করলে, কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানানো হয় তাঁদের তরফে। ' না হলে এটাই বোঝা যাবে সরকার চায় না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব' রাজ্য সরকারকে পাল্টা বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। তার আগে সল্টলেকে স্বাস্থ্য ভবনে আঁটসাঁট নিরাপত্তা। গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে ফেলা হচ্ছে। বন্দোবস্ত খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। দফতরে পৌঁছেছেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছেন, তাঁরা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় প্রস্তুত।
আরও পড়ুন : 'থ্রেট কালচার চলবে না', ৫১ জনের ঢোকা বন্ধ হল আরজি করে !