![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar Sandip Ghosh Update : সন্দীপ ঘোষকে শো-কজ মেডিক্যাল কাউন্সিলের, বাতিল হয়ে যেতে পারে রেজিস্ট্রেশনও?
সময়ের মধ্যে উত্তর না দিলে বা ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। প্রবল চাপের মুখে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
![RG Kar Sandip Ghosh Update : সন্দীপ ঘোষকে শো-কজ মেডিক্যাল কাউন্সিলের, বাতিল হয়ে যেতে পারে রেজিস্ট্রেশনও? RG Kar Sandip Ghosh Update West Bengal Medical Council Show Cause Sandip Ghosh May Cancel Registration Also RG Kar Sandip Ghosh Update : সন্দীপ ঘোষকে শো-কজ মেডিক্যাল কাউন্সিলের, বাতিল হয়ে যেতে পারে রেজিস্ট্রেশনও?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/07/8084a71ed615c2828b1c2ae333c7e0e0172569229714953_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা : এবার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি, খুন-ধর্ষণের প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে। কাউন্সিল ৩ দিনের মধ্যে জবাব তলব করেছে। এক্ষেত্রে সময়ের মধ্যে উত্তর না দিলে বা ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের।
এর আগে শুক্রবার আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খান সন্দীপ ঘোষ। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এই মামলায় সন্দীপ ঘোষের হস্তক্ষেপের কোনও জায়গাই নেই। শুক্রবার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে? তখন প্রধান বিচারপতি বলেন, এটাও তদন্তের বিষয়। সত্য় অনুসন্ধানের জন্য়ই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগে এর আগে গত ৫ তারিখ স্বাস্থ্য ভবন সাসপেন্ড করে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করা হয়। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের দিন আর জি কর মেডিক্যালে হাজির ছিলেন বিরূপাক্ষ ও অভীক। বিরূপাক্ষ ও অভীকের বিরুদ্ধে শাসানি, ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে। এরপর প্রবল চাপের মুখে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিলও।
অভীক-বিরূপাক্ষর পাশাপাশি, সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককে। মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা অভিযোগ তুলেছিলেন, মেয়াদ শেষের পরেও UG হস্টেলে ঘাঁটি গেড়ে রয়েছেন চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক। যাঁর ফেসবুক প্রোফাইলে লেখা আছে, চিফ কো অর্ডিনেটর, TMCP ইউনিট, মেদিনীপুর মেডিক্যাল কলেজ।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে ছিলেন অভীক দে। বিরূপাক্ষ বিশ্বাসও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য চিকিৎসক কৌশিক বিশ্বাস জানিয়েছেন, যে ৩ জন চিকিৎসকের বিরুদ্ধে আমরা একটা সাসপেনশন করেছি যে তাঁরা অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং মুস্তাফিজুর আমাদের। এঁরা কমিটির সদস্য ছিলেন। তাঁরা আপাতত রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের কোনও কর্মকাণ্ডে থাকতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই আর জি কর কাণ্ডের কেসের তদন্তটা সম্পূর্ণ হচ্ছে।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)