(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Top News : ইডি-র দফতরে হাজিরা দিলেন রুজিরা, 'কালীঘাটের কাকু'র স্বাস্থ্য পরীক্ষা - রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবর
রুজিরার হাজিরাঅনুব্রত ঘনিষ্ঠকে সিবিআই জিজ্ঞাসাবাদ'কাকু'র স্বাস্থ্য পরীক্ষা আরও খবর ।
রুজিরার হাজিরা
কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, দিল্লির অফিস থেকে দুই আধিকারিক এসেছেন। দলে রয়েছেন ইডি-র ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমার ও আরও এক আধিকারিক। পঙ্কজ কুমার এই মামলার তদন্তকারী অফিসার। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, ইডি দফতরে যাওয়ার আগে বাড়িতে আইনি পরামর্শ নেন রুজিরা।
অনুব্রত ঘনিষ্ঠকে সিবিআই জিজ্ঞাসাবাদ
গরু পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির নজরে কেষ্ট মণ্ডলের বিপুল সাম্রাজ্য। এদিন অনুব্রত ঘনিষ্ঠ ও বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। গরু পাচার মামলায় আগেই বিদ্যুৎবরণের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সম্প্রতি বোলপুরে বিদ্যুৎবরণের আরও একটি সম্পত্তির হদিশ মেলে। এদিন মিনিট পঁয়তাল্লিশ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ঘনিষ্ঠকে।
'কাকু'র স্বাস্থ্য পরীক্ষা
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ফের কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর রুটিন মেডিক্যাল চেকআপ হয় জোকার ইএসআই হাসপাতালে। ইডি-র দাবি, সুজয়কৃষ্ণর সঙ্গে বেশ কয়েকটি কোম্পানির প্রত্যক্ষ ও পরোক্ষ যোগ মিলেছে। এছাড়া, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেগুলি কালীঘাটের কাকু, তাঁর আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠদের।এই সমস্ত অ্য়াকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। গত ৩০ মে, টানা জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ। ১৪ জুন ফের তাঁকে আদালতে পেশ করার কথা।
হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু
এবার নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আবেদন মঞ্জুর করেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। ১৬ জুন নন্দীগ্রামে বিধায়ক কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করতে চান বিরোধী দলনেতা। তারপর সভা। বিজেপির অভিযোগ, আবেদন জানানো হলেও প্রশাসনের সাড়া মেলেনি। তাই মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু।
উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরল সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুনাচল প্রদেশ মেঘালয় আসামে। একই সঙ্গে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা।