Roddur Roy Arrested: গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়
Roddur Roy Arrested: গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে। গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা।
আবির দত্ত, কলকাতা: গ্রেফতার করা হল ইউটিউবার রোদ্দুর রায়কে (Youtuber Roddur Roy)। হেয়ার স্ট্রিট (Hare Street) দায়ের হওয়া মামলার ভিত্তিতে রোদ্দুর রায়কে গ্রেফতার (Arrested) করা হল।
গ্রেফতার রোদ্দুর রায়
গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে। রোদ্দুর রায়কে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। একাধিক থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রোদ্দুর রায়ের অশালীন মন্তব্যের অভিযোগ রয়েছে। কাল রোদ্দুর রায়কে গোয়া থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে হেয়ার স্ট্রিট থানা, চিৎপুর থানা, লালবাজারের সাইবার ক্রাইম থানা সহ কলকাতা পুলিশের একাধিক থানায় রোদ্দুর রায়ের নামে সাম্প্রতিককালে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে।
কী উল্লেখ করা ছিল অভিযোগ পত্রে? সেখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর নামে এবং বিভিন্ন নেতাদের নামে অশালীন ও কুরুচিকর মন্তব্যের করেছেন রোদ্দুর রায়। ইউটিবার রোদ্দুর রায়ের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে গোয়া থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ও গুন্ডাদমন শাখার একটি টিমের যৌথ উদ্যোগে রোদ্দুর রায়কে গ্রেফতার করে। আগামীকাল তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে এবং আদালতে পেশ করা হবে।
View this post on Instagram
প্রসঙ্গত রোদ্দুর রায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিশের কাছে। এবং বিগত ৭ দিনে ৩ থেকে ৪টি অভিযোগ জমা পড়ে। রোদ্দুর রায়ের যে ভিডিওগুলো দেখে এই অভিযোগ জমা পড়ে সেগুলিকে আগে বিশ্লেষণ করা হয়। এবং এরপর রোদ্দুর রায় যে যে জায়গায় থাকেন সেখানে খোঁজ করা হয়। এরপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাঁকে গোয়া থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Kabir Suman on K K: 'শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে', কে কে-র স্মৃতিতে লিখলেন সুমন