Top News : সায়নীকে ED-র জিজ্ঞাসাবাদ, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম - সকালের সব গুরুত্বপূর্ণ খবর
সকালের সব গুরুত্বপূর্ণ খবর ।
সায়নীকে ED-র জিজ্ঞাসাবাদ : নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে সায়নী ঘোষকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী। তবে সায়নীর দেওয়া সব উত্তর সন্তোষজনক নয়, খবর সূত্রের।
'প্রতিহিংসায় তলব' : রাজনৈতিক প্রতিহিংসায় তলব, অভিযোগ সায়নীর। 'প্রচারে ছিলাম, ৪৮ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হয়'। সিজিও-তে ঢোকার মুখে বললেন সায়নী।
তলব তরজা : এগুলো ওদের স্টাইল হয়ে গেছে। সায়নী ঘোষের তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। লুঠপাট করে ধরা পড়লেই প্রতিহিংসা, পাল্টা দিলীপ ঘোষ।
অব্যাহত বাহিনী ধোঁয়াশা : কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।
ময়নার OC বদল : পঞ্চায়েত ভোটের মুখে ময়না থানার ওসি বদল। ভোটের ৮দিন আগে কৃষ্ণেন্দু প্রধানকে পাঠানো হল ছুটিতে। ময়না থানার দায়িত্বে কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম।
পুলিশের ছত্র 'ছায়ায়' নেতা? : পশ্চিম বর্ধমানে তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে পুলিশকর্মী। ভিডিও ট্য়ুইট করে দাবি শুভেনদু অধিকারীর। ভিডিওয় যে পুলিশকর্মীকে দেখা যাচ্ছে তিনি পুলিশের দ্বারা নিযুক্ত নন, তৃণমূল শাসক নেতার ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষী, জানাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
সন্ত্রাসে সরব রাজ্যপাল : দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে আবার সরব রাজ্যপাল। কালিম্পং কলেজে অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে বার্তা। কালিম্পং থেকে ফেরার পথে আচমকা সন্ত্রাস কবলিত কোচবিহারে গেলেন সিভি আনন্দ বোস।
আরাবুলের হুমকি : আট তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন। ছেলে হাকিমুল ইসলাম ক্ষমা চাওয়ার পর দিনই হুমকি তৃণমূল নেতা আরাবুল ইসলামের। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও।
অভিষেকের নিশানায় কেন্দ্র : বারাবনির সভায় অভিষেকের নিশানায় কেন্দ্র। একশো দিনের কাজের বকেয়া সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের এক থেকে দেড়মাসের মধ্যে দিল্লিতে গিয়ে আন্দোলনের হুমকি।
মেয়াদ বাড়ল মুখ্যসচিবের : রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র। আজ সকালে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠায় রাজ্য়।