Sadhan Pande Demise: 'শান্তি পাক বিদেহী আত্মা', সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দুর
Sadhan Pande Demise: দীর্ঘ দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সাধন। মাসকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে।
কলকাতা: রাজনীতিতে রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আলগা হয়ে গিয়েছে সম্পর্কের সুতোও। কিন্তু মৃত্যুতে মুছে যায় সমস্ত বিভেদ। সেই ধারা বজায় রেখেই রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে (Sadhan Pande Demise) শোকপ্রকাশ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adkhikari)।
রবিবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)
সে কথা ঘোষণা করেন টুইটারে। তার পরই শোকবার্তা জানাতে শুরু করেন বাংলার রাজনীতিকরা। বাদ যাননি শুভেন্দুও।
এ দিন টুইটারে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেজির প্রয়াণে মর্মাহত। ওঁর শোকগ্রস্ত পরিবার. বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওঁর বিদেহী আত্মার শান্তিকামনা করি। ওম শান্তি।”
Saddened by the passing away of West Bengal Minister; Shri Sadhan Pande ji. My thoughts are with his bereaved family, friends & followers.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 20, 2022
Prayers for the departed soul.
Om Shanti 🙏🏻
আরও পড়ুন: Sadhan Pande Died: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে
দীর্ঘ দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সাধন। মাসকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। আজ সকালে জীবনাবসান ঘটে তঁরার। মুম্বই থেকে রবিবারই কলকাতায় আনা হবে তাঁর মরদেহ। কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী শশী পাঁজা এবং সুজিত বসু। পিস হাভেনে রাখা হবে মরদেহ। শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার।
১৯৫০ সালের ১৩ নভেম্বর জন্ম সাধন পাণ্ডের। উত্তর কলকাতার ৯ বারের অপরাজিত বিধায়ক। এর মধ্যে ৬ বার কংগ্রেসের হয়ে জিতেছেন বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে।১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । ২০১১ থেকে তিনি মানিকতলার বিধায়ক। দীর্ঘদিন ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের দায়িত্ব সামলেছেন।
সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রবীণ সতীর্থ, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইতে প্রয়াত হয়েছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে অসাধারণ সম্পর্ক ছিল৷ এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আন্তরিক সমবেদনা৷