Sheikh Shahjahan: 'সিবিআই-ইডি তদন্ত করলে ভাল হবে', তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিযুক্ত শেখ শাহজাহানের
Sandeshkhali News: দুই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা গেল শেখ শাহজাহানের মুখে।
কলকাতা: সন্দেশখালির তদন্ত CBI করলে ভাল হবে। ED তদন্ত করছে, ওরাও ভাল করছে। সন্দেশখালি নিয়ে হাইকোর্টের CBI-তদন্তের নির্দেশের প্রেক্ষিতে দুই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা গেল শেখ শাহজাহানের মুখে। এদিন মেডিক্যাল পরীক্ষার জন্য সল্টলেকের CGO কমপ্লেক্স থেকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই মন্তব্য করেন শেখ শাহজাহান।
যদিও শেখ শাহজাহানের এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়ে ফেলে দিয়েছেন। তাই হয়ত সুর বদল।'
এদিকে, হাইকোর্ট এর নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। সিবিআই তদন্ত করলে ভাল হবে। ইডি তদন্ত করছে, সেটাও ভালো হবে, তাৎপর্যপূর্ণ মন্তব্য শেখ শাহজাহানের। মেডিক্যাল পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময়ে মন্তব্য শেখ শাহজাহানের।
অন্যদিকে, সন্দেশখালির ঘটনায় আদালতে জোর ধাক্কা খেল তৃণমূল সরকার। সন্দেশখালিতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল, সেই সব ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। নজিরবিহীন বিষয় হল, সন্দেশখালির বাসিন্দারা সরাসরি CBI-কে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্যও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ সন্দেশখালিকাণ্ডের তদন্তে পুলিশের কার্যত আর কোনও ভূমিকা রইল না।
আরও পড়ুন, গার্ডেনরিচের পর এবার হুগলির নবগ্রাম, নির্মীয়মাণ বহুতলের পাঁচিল ভেঙে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
যদিও, শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির। 'এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দলের নেতারাই। জমি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তাড়িয়ে দিচ্ছে পুলিশ। বিঘের পর বিঘে জমি দখল করে ভেড়ি তৈরি করেছে শেখ শাহজাহানের দল। ক্যাম্পে জানিয়েও মিলছে না সুরাহা। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শঙ্কর সর্দাররা'। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির বেড়মজুরের বাসিন্দাদের। পুলিশে ভরসা হারিয়ে এখন সিবিআইয়ের দিকেই তাকিয়ে বেড়মজুরের বাসিন্দারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে