Santragachi Tirupati Express Accident: ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ ! বিকট শব্দে লাইনচ্যুত একাধিক বগি, দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস !
Santragachi Tirupati Express Accident In Howrah: লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। ২টি ট্রেনই ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।
দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সাঁতরাগাছি-শালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শেষ অবধি পাওয়া খবরে, পার্সেল ভ্যানকে সরানো গিয়েছে। এবং ট্র্যাকের মধ্যে তুলে স্বাবাভিক অবস্থার ফেরোনর চেষ্টা করা হচ্ছে। মোট তিনটি ট্র্যাক রয়েছে। মিডল ট্র্যাকের মধ্যে তিরুপতি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। যখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, সামনে যে সিগন্যাল রয়েছে, সেখান থেকে যখন ট্র্যাক চেঞ্জ করছে তিরুপতি এক্সপ্রেস, তখন কিন্তু পার্সেল ভ্যান চলে আসে একেবারে মিডল লাইনে। প্রথম লাইন থেকে ট্র্যাক চেঞ্জ হয়ে যখন দ্বিতীয় যে মিডল লাইনে তিরুপতি এক্সপ্রেস আসছে, তখন কিন্তু একেবারে মিডিল লাইন থেকে আসছিল পার্সেল ভ্যান। তখনই দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়।
রেল দুর্ঘটনার তদন্তে গতবছর সামনে এসেছিল নতুন তথ্য। চব্বিশ সালে ট্রেনের গতি কম থাকায় বেঁচে গিয়েছিল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস।
আরও পড়ুন, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















