SBI Account: নুন আনতে পান্তা ফুরোয়, আচমকাই অ্যাকাউন্টে ১০ কোটি!
SBI Bank Account Balance: যে অ্যাকাউন্টে সহায় বলতে ৫ হাজার, সেখানে আচমকা ১০ কোটি টাকা আসায় রীতিমত অবাক মন্ডল পরিবার।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: কথাতে আছে 'দেনেওয়ালা যব ভি দেতা হ্যায়, ছপ্পর ফাড়কে দেতা হ্যায়'। হত দরিদ্র একটি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ছপ্পর ফাড়কেই ১০ কোটি টাকা ঢুকল। যা দেখে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া ওই পরিবারের সকলেরই।
যে অ্যাকাউন্টে সহায় বলতে ৫ হাজার, সেখানে আচমকা ১০ কোটি টাকা আসায় রীতিমত অবাক মন্ডল পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) গরবেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায়। শান্তনু মন্ডল নামে এক যুবকের অ্যাকাউন্টে চলতি মাসের ৬ তারিখে একটি মেসেজ আসে যে তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা পড়েছে। এই মেসেজ পাওয়ার পর কী করবেন তা বোঝার আগেই আসে আরও একটি সংবাদ।
আরও পড়ুন, বিএসএনএল অফিসে বসে ৫০-এর সিম ৮৫০ টাকায় বেচলেন কর্মী, বিতর্ক তুঙ্গে
এবার মেসেজ আসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে একটি এসএমএস আছে শান্তনু মন্ডলের অ্যাকাউন্টে। সেখানে বলা হয় তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই রীতিমতো ভয় ভীতি গ্রাস করেছে এই হতদরিদ্র পরিবারকে। তিনি জানান এই ঘটনার পর ৫ হাজার টাকাও তুলতে পারেননি তিনি। এও বলা হয় যে পরিবারের সম্বল বলতে ওই ৫ হাজার টাকাই ছিল ব্যাঙ্কে।
আরও পড়ুন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা
ঘটনার পর এসবিআই (SBI) ব্যাঙ্কের তরফে জানানও হয়েছে কোন একটি ঘটনার জন্য অ্যাকাউন্টটি সিল করা হয়েছে। দামোদরপুর এসবিআই (State Bank of India) ব্যাঙ্কের ম্যানেজার অভিষেক টুডু যদিও ক্যামেরার সামনে কোন রকম বক্তব্য দিতে রাজি নন। তিনি জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা দেখছি। এদিকে এই ঘটনার পর চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানিয়েছেন এই যুবক। ভয় ভীতিতে রয়েছে হতদরিদ্র পরিবারটি।