SSC:গ্রুপ C, গ্রুপ D পদে নিয়োগের আবেদনপত্রের সময় বাড়াল কমিশন
SSC Group C D Submission Time Increase : দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে কোর্টের নির্দেশের দিনই আবেদনের সময় বৃদ্ধি।

কলকাতা :দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে কোর্টের নির্দেশের দিনই আবেদনের সময় বৃদ্ধি। গ্রুপ C, গ্রুপ D পদে নিয়োগের আবেদনপত্রের সময় বাড়াল স্কুল সার্ভিস কমিশন (SSC)। যান্ত্রিক ও সার্ভার সমস্যার কারণ দেখিয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন, সিইও দফতরে শুভেন্দু অধিকারীর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার
অপরদিকে, গ্রুপ-C এবং গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিন্হা। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, অবিলম্বে গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর চিহ্নিত অযোগ্য ব্যক্তি রয়েছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। খুব স্পষ্ট করে বলা হয়েছে, ৭ হাজার ২৯৩ জনের এই তালিকা প্রকাশ করতে হবে। এবং সেখানে পুরোপুরিভাবে নাম-রোল নম্বর-বাবার নাম এবং কোথায় তিনি কর্মরত ছিলেন, সেই তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি বলা হয়েছে, যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন, যাদের ওএমআর মিসম্যাচ হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা, যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে।
SSC-র গ্রুপ C ও গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি, অমৃতা সিনহার নির্দেশ, Rank Jump করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তি এবং যাঁদের OMR মিসম্য়াচ করেছে, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে SSC-কে। অন্য়দিকে, SSC-র নতুন নিয়োগ-বিধি নিয়েও ফের প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। সুপ্রিম কোর্টের চাপের মুখে গত সপ্তাহেই, ২০১৬-র SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের 'দাগি'-শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার, SSC-র গ্রুপ C ও গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট।
বিচারপতি, অমৃতা সিনহা নির্দেশ দিলেন, গ্রুপ C ও গ্রুপ D-র র্যাঙ্ক জাম্প করা প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এবং যাঁদের OMR মিসম্য়াচ করেছে, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। গত ৩ নভেম্বর, গ্রুপ C ও গ্রুপ D-র ৩ হাজার ৫১২ জন 'দাগি'র নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।সোমবার হাইকোর্ট নির্দেশ দিল, ৭ হাজার ২৯৩ দাগির নামের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, বিচারপতি নির্দেশ দিয়েছেন,'দাগি'র নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য় প্রকাশ করতে হবে তালিকায়। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ C ও গ্রুপ D-র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।























