DA Protest: নাটকের মাধ্যমে প্রতিবাদ, ডিএ-র মঞ্চে উঠে এল একাধিক দুর্নীতি
বর্ধিত হারে ও বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ছিল তাঁদের আন্দোলনের ২৮০তম দিন।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডিএ-র (DA Protest) মঞ্চে উঠে এল পলিটিক্যাল স্যাটায়ার। নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হল শিক্ষা-দুর্নীতির। ডিএ-র মঞ্চে বিক্ষোভকারীদের নাটকে মিড ডে মিলের চাল চুরি প্রসঙ্গও উঠে এসেছে।
নাটকের মাধ্যমে প্রতিবাদ: বর্ধিত হারে ও বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ছিল তাঁদের আন্দোলনের ২৮০তম দিন। আর এদিনই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হল একাধিক দুর্নীতির। ঘুষ দিয়ে শিক্ষক হওয়া থেকে শুরু করে টাকার বিনিময়ে বদলি, এমনকি রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে, মিড ডে মিলের চাল চুরির প্রসঙ্গও উঠে এসেছে চাকদা নাট্যজনের এই নাটকে। নাটকের নাম 'জগাখিচুড়ি', পুরোদস্তুর পলিটিক্যাল স্যাটায়ার। তার প্রতিটা অঙ্ক জুড়েই ছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ (Protest Against Corruption)।
নাট্যাভিনেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, “শিক্ষা ব্যবস্থা পচে গেছে। শিক্ষার গোড়া কেটে গেলে সভ্যতা ডিসব্যালেন্স হতে বাধ্য। গর্বের বঙ্গ কোথায় পৌঁছেছে আপনারা জানেন। সংগ্রামী যৌথমঞ্চের পাশে আছি, থাকব। লড়াইয়ের সাথী হব। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “শুধু ডিএ-র লড়াই লড়ছি না। রাজ্যটাকে বাঁচানোর লড়াই। শিক্ষা, খাদ্য জেলে। স্বাস্থ্যতেও যা হয়েছে, তদন্ত হলে হয়তো জেলে যাবে। মৌলিক অধিকারের জায়গা আক্রান্ত হচ্ছে। মুখ ফিরিয়ে থাকলে, যারা এসব করছে, তাদের হাত শক্ত করা হয়।’’
দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনার চত্বরে ২৮০ দিনেরও বেশি, ধর্না-অবস্থান-বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এই টানাপোড়েনের আবহেই, পুজোর মুখে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, ৪২ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পান। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৪০ শতাংশ। এর আগে দুর্গাপুজোর (Durga Puja 2023) কার্নিভালের দিন শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীরা প্রতিবাদ (DA Protest) সংগঠিত করেন। গত সপ্তাহে কার্নিভালের দিনই যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: Ration Scam: তিন বছর আগে রেশন বণ্টন দুর্নীতির পর্দাফাঁস! কেন এগোল না তদন্ত? উঠছে প্রশ্ন