SSC Scam: 'ওঁর টাকে লাগলে বেশি খুশি হতাম', পার্থকে জুতো ছুড়ে অকপট গৃহবধূ
Shoe Hurled At Partha: জুতো ছুড়ে পালাননি। বরং সাংবাদিকরা বুম ধরতেই বলেছেন, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।' আমতলার শুভ্রা ঘোড়ুই যাঁর সম্পর্কে কথাগুলি বলেছেন, তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষা।
সন্দীপ সরকার, কলকাতা: জুতো (shoe)ছুড়ে পালাননি। বরং সাংবাদিকরা বুম ধরতেই বলেছেন, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।' আমতলার শুভ্রা ঘোড়ুই যাঁর সম্পর্কে কথাগুলি বলেছেন, তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষা (School Education Minister) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)। আপাতত এসএসসি (SSC Scam) নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার তিনি। তদন্তে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদের হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, সেই টাকার যুক্তিগ্রাহ্য উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। বরং তদন্তকারীদের ধারণা, নিয়োগ-দুর্নীতির সঙ্গে এই বিপুল অঙ্কের অর্থের যোগ থাকতে পারে। সেইকারণেই কি আক্রোশ আমতলার গৃহবধূর? তাঁর মেজাজে অন্তত সে রকমই স্পষ্ট।
কী ঘটেছে?
কোর্টের নির্দেশমতো এদিন জোকা ইএসআই থেকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে বেরোচ্ছিলেন পার্থ। নিরাপত্তা-বেষ্টনী আঁটোসাঁটো ছিল। তার মধ্যে হঠাৎ উড়ে এল জুতো। সঙ্গে সঙ্গে তুমুল হইচই। পরে শুভ্রা বললেন, 'আমি ওঁকে জুতো মারতে এসেছি। জুতো মেরে খালি পায়ে যাচ্ছি।' বাস্তবে করলেনও তাই। জোকা ইএসআই-তে আমতলার ওই গৃহবধূর এক পরিজন ভর্তি। তাঁর জন্য চিন্তা, ব্যস্ততা ও ছোটাছুটির মধ্যেই ওই কাণ্ড। শুভ্রা বললেন, 'গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন।’ চোখেমুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট। গৃহবধূর মতে, এমন ব্যক্তিকে মোটেও এসি গাড়িতে করে হুইলচেয়ারে বসিয়ে আনা উচিত নয়। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দিকে জুতো? রাগত গৃহবধূর জবাব, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।' ক্ষোভের তীব্রতা কতটা, স্পষ্ট হয়ে যায় এতেই।
নিরাপত্তায় নজর...
এদিনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই পার্থর নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে জুতো-পর্বের পরই তড়িঘড়ি তাঁকে ওই জায়গা থেকে বের করে আনা হয়। এমনিতে পার্থ-অর্পিতার নিরাপত্তার দিকে ইডি-র বাড়তি নজর রয়েছেই। তাঁদের কনভয়ে ৬টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। সুরক্ষার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান। কিন্তু এত কড়াকড়ির মধ্যেই উড়ন্ত-জুতোর ধাক্কা কিছুটা থতমত করে দিয়েছিল সকলকে। l তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
যদিও আমতলার গৃহবধূর মেজাজ ও কথা এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন:'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার