(Source: ECI/ABP News/ABP Majha)
Shootout : রাজ্যের পৃথক তিন জায়গায় চলল গুলি, জখম ৬ ; গ্রেফতার ১
Shootout at several places in State : এদিকে জমি-বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে চলল গুলি
তেহট্ট : ফের গুলি-আতঙ্ক। রাজ্যের পৃথক তিন জায়গায় চলল গুলি। ঘটনায় মোট ছয় জন জখম।
নদিয়ার গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি-
নদিয়ার (Nadia) তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আজিজুল শেখ। অভিযোগ, বিনোদনগর হাইস্কুলের কাছে বাইক থামিয়ে তাঁকে গুলি করে ৩ জন দুষ্কৃতী। গুলিবিদ্ধ তৃণমূল নেতা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সাধীন। রাজনৈতিক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশ ? হামলার কারণ খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ভর সন্ধ্যায় প্রাক্তন এক পুলিশকর্মীকে (Ex Police Office) গুলি করে খুনের (Murder) অভিযোগ ওঠে। নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। ঘটনাটি ঘটে নদিয়ার (Nadia) কল্যাণী থানার গয়েশপুরের ৩নং ওয়ার্ডে।
জমি বিবাদ ঘিরে বাসন্তীতে গুলি-
এদিকে জমি-বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) বাসন্তীতে চলল গুলি। গুলিতে জখম হয়েছেন আশরফ মণ্ডল নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে খবর, পুকুরের সীমানা নিয়ে আশরফের সঙ্গে তাঁর প্রতিবেশীর দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত আশরফকে গুলি করে পালিয়ে যায় ওই প্রতিবেশী। মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ আশরফ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বাসন্তী থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।
অপর একটি ঘটনায়, নিউটাউনের নির্মীয়মাণ বহুতলে বসে মদ্যপানে বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীর বন্দুক কাড়ার চেষ্টা ও গুলি চলার অভিযোগ উঠেছে। নিরাপত্তারক্ষীদের অভিযোগ, গতকাল রাতে নির্মীয়মাণ বহুতলে বসে মদ্যপান করছিলেন কয়েকজন শ্রমিক। প্রতিবাদ করায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয়। রড দিয়ে নিরাপত্তারক্ষীদের পিটিয়ে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। সেইসময় এক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৪ জন। ঘটনায় এক শ্রমিককে গ্রেফতার করেছে টেকনো সিটি থানার পুলিশ।