Dakshineshwar Shootout: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার
North 24 Parganas: গুলি লাগল সিভিক ভলান্টিয়ারের পায়ে । রহড়ার ডাকাতির কিনারা করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। তিনজন গ্রেফতার, একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার।
দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বরে ( Dakshineswar) শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার। দক্ষিণেশ্বরে হোটেলে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লাগল সিভিক ভলান্টিয়ারের পায়ে । রহড়ার ডাকাতির কিনারা করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। তিনজন গ্রেফতার, একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার।
দক্ষিণেশ্বরে শ্যুটআউট: ঘটনার সূত্রপাত এদিন সকালে। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, রহড়াতে কিছুদিন আগে একটা ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানতে পারে, সেই ডাকাতিতে যারা অভিযুক্ত তারা ওই হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এদিন সকালে একজন একটা ঘর নেয়। মোট ২টো ঘরে ৩ জন ছিলেন। পুলিশ ছবি দেখিয়ে হোটেল কর্মীদের কাছে জানতে চান, সংশ্লিষ্টদের মধ্যে কেউ হোটেলে আছে কি না, তখনই কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারে তাদের। হোটেল থেকে ইতিমধ্যেই নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপর দোতলায় যান পুলিশ আধিকারিকরা। পুলিশ আসার সঙ্গে সঙ্গেই সম্ভবত টের পান পুলিশ এসেছে। বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। তাতেই গুলিবিদ্ধ হন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজন। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। আহত ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে বেলঘরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
কলকাতায় ফের 'শ্যুটআউট': গতবছর বড়দিনের আগের রাতে খাস কলকাতার কাছেই চলে গুলি। হাইল্যান্ড পার্কে বচসা। পানশালার ঝামেলা গড়ায় শ্যুটআউটে।সেখান থেকে ফিল্মি কায়দায় এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন আক্রান্ত। বড়দিনের আগের রাতে তিলোত্তমা যখন উৎসবে মেতে, মারাত্মক এই ঘটনা ঘটে কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে। গুরুতর জখম গড়িয়া স্টেশন এলাকার আদর্শনগরের বাসিন্দা, আক্রান্ত পিন্টু বাগ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত পিন্টু বাগের দাবি, ঘটনার দিন রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন। পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: Jakir Hossain: কলকাতার আয়কর অফিসে তলব তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে