Siliguri News: ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ, ফের জালে কেএলও ‘জঙ্গি’
শিলিগুড়ির একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ। KLO জঙ্গি সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF।
![Siliguri News: ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ, ফের জালে কেএলও ‘জঙ্গি’ Siliguri KLO 'militant' caught by STF while threatening to extort money from businessmen Siliguri News: ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ, ফের জালে কেএলও ‘জঙ্গি’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/892f9ba25a793d90a634e87882b00c9c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সনৎ ঝা, দার্জিলিং: কেএলও (KLO) জঙ্গি সন্দেহে শিলিগুড়ি (Siliguri) আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ায়। টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতকে জেরা করেই উঠে আসে এই ব্যক্তির নাম।
শিলিগুড়ির একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ। KLO জঙ্গি সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF।
শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া থেকে মৃণাল বর্মন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ির অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত খালপাড়া। সেখান থেকেই বৃহস্পতিবার ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগে অবিনাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
STF সূত্রে খবর, তাঁকে জেরা করে উঠে আসে মৃণাল বর্মনের নাম। অভিযোগ, ব্যবসায়ীদের থেকে টাকা তোলায় অবিনাশের সহযোগী ছিলেন মৃণাল।
এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, জেরা করে এর নাম পাওয়া গেছে। STF সূত্রে দাবি, মাস ছয়েক ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় KLO জঙ্গিদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল। অভিযোগ আসছিল, ব্যবসায়ীদের থেকে তোলা হচ্ছে টাকা। এরপরই শুরু হয় অভিযান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)