Siliguri: ৭০০ টাকার শাড়ির জন্য গৃহবধূ খুন? চাঞ্চল্য এলাকায়
Siliguri Death News: মাত্র ৭০০ টাকা! আর তার জন্যই এক মহিলাকে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে। প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা।
বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়িতে (Siliguri) বধূ খুনের অভিযোগে গ্রেফতার ১। বকেয়া ৭০০ টাকার জন্য খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার পর অভিযুক্তদের বাড়ি ভাঙচুর এলাকাবাসীর। পলাতক আরও ২ অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ (Police)।
কী অভিযোগ?
মাত্র ৭০০ টাকা! আর তার জন্যই এক মহিলাকে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে। প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। মৃতের নাম শান্তি বর্মন। বয়স ৫৫। তাঁর বাড়ি শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায়।
কী ঘটেছে?
মৃতের পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে স্থানীয় একটি দোকান থেকে ধারে ৭০০ টাকা দামের একটি শাড়ি কেনেন এই মহিলা। মঙ্গলবার শাড়ির দাম চাইতে আসেন শাড়ি বিক্রেতা দুই ভাই ও তাঁদের একজনের স্ত্রী। এই তিনজনের সঙ্গে বর্মন পরিবারের বচসা বেধে যায়। অভিযোগ, সেইসময় মারধর করা হলে মৃত্যু হয় শান্তির।
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে চরম অসন্তোষ, স্ক্রুটিনি-রিভিউর তারিখ প্রকাশ বোর্ডের
মৃতার স্বামী রঞ্জিত বর্মন বলেন, "টাকা চাইতে এসেছিল। ৭০০ টাকা চেয়েছিল। আমি ৫০০ টাকা দিতে চেয়েছিলাম। ওরা মানল না। ধাক্কাধাক্কি-মারধর শুরু করল। আমার স্ত্রীকে ধাক্কা মেরেছে। পড়ে গিয়ে মরে গিয়েছে।" এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে।
ধৃতের ননদ কণিকা কর্মকার বলেন, "ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে টাকা বাকি ছিল। মারধর করা হয়নি। পড়ে গিয়ে মারা গিয়েছে।" খুনের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের একজনের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ২ ব্যবসায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ।