SIR in West Bengal : SIR-এর মধ্যেই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনাচিন্তা নির্বাচন কমিশনের ?
Supreme Court: মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্য়ের জেরে উস্কে গেছে এই জল্পনা।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ : SIR-এর মধ্য়েই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিশন ? মঙ্গলবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। নাহলে BLO-দের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। যার প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, যা করার করুন, নাহলে তো বিশৃঙ্খলা তৈরি হবে। কিছু প্রয়োজন হলে আমাদের বলুন।
বিধানসভা ভোটের আগেই কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী ? 'SIR' পর্ব চলাকালীনই কি রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন ? মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্য়ের জেরে উস্কে গেছে এই জল্পনা।
'রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। নাহলে BLO-দের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে।' মঙ্গলবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলায় এই সওয়াল করেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। তখন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, যা করার করুন, নাহলে তো বিশৃঙ্খলা তৈরি হবে। কিছু প্রয়োজন হলে আমাদের বলুন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি FIR আছে। আর কোনও লিখিত অভিযোগ নেই।
এরপরই জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, BLO-রা এই মুহূর্তে আপনাদের (নির্বাচন কমিশন) হয়ে কাজ করছেন। তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের (নির্বাচন কমিশন)।
তখনই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তোলেন নির্বাচন কমিশনের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচী তখন বলেন, এটা কোনও ডেস্ক ওয়ার্ক নয়। একজন BLO-কে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হবে, তারপর সেটা আপলোড করতে হবে। এটাই চাপ। আমরা চাই, তৃণমূল স্তরে SIR এর প্রক্রিয়া যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
বিচারপতি বাগচি আরও বলেন, পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোনও নির্দেশিকা জারি করতে হবে? কোনও অসহযোগিতা করা হলে আমাদের (সুপ্রিম কোর্ট) জানান, আমরা (সুপ্রিম কোর্ট) প্রয়োজনীয় নির্দেশ দেব। আইনজীবী কল্লোল মণ্ডল বলেন, "নির্বাচন কমিশনারকে সুস্থ-স্বাভাবিক ভোট করতে গেলে এবং নিরপেক্ষ ভোট করতে গেলে তার SIR করা জরুরি। এই SIR করতে দেওয়াটা রাজ্য সরকার প্রথম থেকেই বাধা দিচ্ছে। এই SIR করার জন্য যা যা নিরাপত্তা দরকার সেগুলো জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারের থেকে নিতে পারে, কেন্দ্রীয় সরকারের থেকেও নিতে পারে।"
লোকসভা ভোটের কয়েক দিন আগে কিংবা বিধানসভা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিংবা টহলদারি দেখতে অভ্য়স্ত রাজ্য়বাসী! পশ্চিমবঙ্গ সেই বিরল রাজ্য়ের মধ্য়ে পড়ে যেখানে সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী ডাকতে হয়! কিন্তু এবার কি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই, নজিরবিহীন ঘটনা ঘটতে পারে? এই নিয়ে জল্পনার মধ্য়েই কোচবিহারের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "কাজ করাবে ইলেকশন কমিশন আর টাকা বাড়াবে রাজ্য সরকার। আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কী সুন্দর থিওরি! বুঝুন, পুলিশের দরকার নেই তা সত্ত্বেও ১ কোটি পুলিশ পাঠাবে।তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম? রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার।"
এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "পশ্চিমবঙ্গ সত্যিই ব্যতিক্রিমী। কোথাও এইরকম ভোট চুরি হয় না। কোথাও এরকম রিগিং হয় না। কোথাও এভাবে ভোটার লিস্টে কারচুপি হয় না। এই জালিয়াতিগুলো কেন হয়েছে ? এই বিএলও-দের ভয় দেখিয়ে, বিএলও-দের হুমকি দিয়ে তাঁদের দিয়ে এই সমস্ত কু-কাজ তৃণমূল কংগ্রেস করিয়েছে। এই যে বলছে না, বিএলওরা কাজের চাপে অসুস্থ হচ্ছে! কোনও বিএলও কাজের চাপে অসুস্থ হচ্ছে না। তৃণমূলের হুমকি-ধমকির চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে।"
পশ্চিমবঙ্গে SIR-এর কাজে যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর।


















