Abhishek Banerjee: সরকারি অনুষ্ঠানে স্লোগান-বিতর্ক, বিজেপিকে নিশানা অভিষেকের
Abhishek Attack BJP: "রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। জয় শ্রীরাম বলে কি রান্নার গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম কমবে?'' আক্রমণে অভিষেক

কলকাতা: সরকারি অনুষ্ঠানে স্লোগান-বিতর্ক, বিজেপিকে নিশানা অভিষেকের (Abhishek Banerjee)। "২০২১-এ ভিক্টোরিয়ার ঘটনার পুনরাবৃত্তি হাওড়ায়। ২০২১-এ মুখ থুবড়ে পড়েও যাঁদের শিক্ষা হয়নি, তাঁদের নির্বোধ ছাড়া কী বলব। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করছে। জয় শ্রীরাম বলে কি রান্নার গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম কমবে? আক্রমণে অভিষেক।
বিজেপিকে নিশানা অভিষেকের: গত ৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। রাজ্যপাল, রেলমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। রেলমন্ত্রী বারবার বলা সত্ত্বেও থামেনি বিজেপি কর্মীরা। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রীও তাদের থামতে মাইকে আবেদন জানান। স্লোগান শুনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই ওঠেননি তিনি। মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ইস্যুতে এদিন বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যখন ১০০ টাকা দিয়ে পেট্রোল কিনতে হয়, ৮৫ টাকা দিয়ে ডিজেল কিনতে হয়, ১২০০ টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হয়, জয় শ্রীরাম বললে কিন্তু রান্নার গ্যাসটা ১২০০ টাকা থেকে ৫০০ টাকা হয় না। জয় শ্রীরাম বললে পেট্রোল ১১০ টাকা থেকে ৮০ টাকা হয় না। জয় শ্রীরাম বললে ডিজেলের দামটা ৯৫ টাকা থেকে ৬০ টাকা হয় না।''
আরও পড়ুন: Job Seekers Agitation: আন্দোলনে অনড়, নতুন বছরের প্রথম দিন পথেই চাকরিপ্রার্থীরা


















