SLST Recruitment: হয়নি নিয়োগ, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীরা
Job Aspirants Meet: আশ্বাসের পর এখনও মেলেনি নিয়োগপত্র। বিকাশ ভবনে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের কাছে এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে বৈঠকও হল।
![SLST Recruitment: হয়নি নিয়োগ, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীরা SLST Job Aspirants Meet With Principal Secretary Of Education Department For Job Recruitment SLST Recruitment: হয়নি নিয়োগ, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/26/0a59b7a22b690231b5b9752ebaa5e1321664190008669482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আশ্বাসের পর এখনও মেলেনি নিয়োগপত্র (appointment letter)। বিকাশ ভবনে (bikash bhawan) শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের (Principal Secretary) কাছে এসএলএসটি (SLST) নবম-দশমের চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে বৈঠকও হল।
কী ঘটনা?
শিক্ষামন্ত্রীর নির্দেশে এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিব। পুজোর আগে নিয়োগের আবেদন করলেন চাকরিপ্রার্থীরা। আর্জি বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিব। উল্লেখ্য, SLST মামলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে আগেই দাবি করেছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সেখানে তৎকালীন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবের নাম জড়ায় বলে খবর। তার আগেই অবশ্য, ২০১৬’র এসএলএসটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনাচক্রে, এদিনই আবার ২০১৭-র টেট উত্তীর্ণদের রাজভবন অভিযান ঘিরে উত্তপ্ত শিয়ালদা। রাস্তা আটকায় পুলিশ। কয়েকজনকে আটকও করা হয় বলে খবর। পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা এখনও কেন নিয়োগ হচ্ছেন না, এই প্রশ্ন তুলে মিছিল হয়। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে বেরিয়ে আন্দোলনকারীরা স্টেশনের বাইরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবিদাওয়ায় এত দিন পর্যন্ত কর্ণপাত করা হয়নি। বাধ্য হয়ে এদিন রাজভবন অভিযানে যান তাঁরা। কিন্তু শিয়ালদা স্টেশনে আটকে দেয় পুলিশ।
টেট বিক্ষোভ...
ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট, নিয়োগ, দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরে টেট নেওয়া যাচ্ছে না, সে কথাও জানায় পর্ষদ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে অ্যাডহক কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে হবে প্রাথমিকে টেট। মূলত, এসএসসি দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রীকে তলব এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর এমনিতেই এই প্রতিবাদ আরও দিন দিন জোরালো হয়ে উঠছে। এদিকে এহেন কঠিন পরিস্থিতির মধ্যেই টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে বামেদের চাকরি ইস্যুতে একের পর এক প্রশ্ন ছুঁড়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সম্প্রতি এসএসসি চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে এসে প্রতিক্রিয়া দিয়েছেন সুজন। এর মধ্যেই ২০১৭-র টেট উত্তীর্ণদের রাজভবন অভিযান উপলক্ষে এই উত্তেজনা। সব মিলিয়ে ফের তোলপাড় মহানগর।
আরও পড়ুন:অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)