Jamaluddin Sardar Arrest: গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার
Sonarpur News: অবশেষে জালে জামালউদ্দিন সর্দার। শনিবার ধৃত জামালকে আদালতে তোলা হবে।
![Jamaluddin Sardar Arrest: গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার Sonarpur Trinamool Worker Jamaluddin Sardar arrested Jamaluddin Sardar Arrest: গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/2035b39e4f1a3fafc77baabe05733f89172140684800751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অবশেষে গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার (Jamaluddin Sardar Arrest)। লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার করল সোনারপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার এসওজি। শনিবার ধৃত জামালকে আদালতে তোলা হবে।
গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী: অভিযোগ দায়েরের ৮ দিন পর অবশেষে জালে জামালউদ্দিন সর্দার। অট্টালিকার মতো এই বাড়িতে সালিশি বসানো, মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধরের মতো মারাত্মক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ১১ জুলাই জামালউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ১৬ জুলাই বিষয়টি সামনে আসে। সেদিন আজব তত্ত্ব খাড়া করে, শিকলে বেঁধে অত্য়াচারের অভিযোগ খারিজের চেষ্টা করে জামাল। তার বক্তব্য ছিল,"এটা সম্পূর্ণ যে চক্রান্ত, সমীর নস্কর, যেহেতু তাক সঙ্গে আমার একটা বিভিন্ন জমি জমা নিয়ে ঝামেলা আছে সেই এই বিষয়টা নিয়ে হাইলাইট করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মারধর করার প্রশ্ন ওঠে না, সে তো আমার শালি হয়। একটা প্রমাণ দেখাক, যে আমি পায়ে শিকল বেধে দিয়েছি, তার ছবি আছে, পোস্ট করুক, আমি সেটা মেনে নেব।''
এরপরই বেপাত্তা হয়ে যায় সে। অবশেষে তিনদিন পর গ্রেফতার করা হল তাকে। লেদার কমপ্লেক্স এলাকা থেকে জামালকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। এদিন জামালের গ্রেফতারের আগেও, তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এসেছে। আর সেই অভিযোগ তুলেছেন জামালের ভাই কামাল সর্দার। তিনি বলেন, "ঘটনাটা এখানে একটা গন্ডগোল হয়েছিল, কেস হয়েছিল ৮ থেকে ৯ জনের নামে। ও সেটা বলেছে। বলেছে যে এটা ৫০-৬০ জনের নামে কেস আছে। সবাইকে ৫০০ টাকা করে হাজিরা দেওয়ার নামে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরে, দেখি কোর্টে গিয়ে সার্চ করে দেখতে পারি কেসটা মিথ্য়ে। এই নামে কোনও কেস নেই।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: কয়েক ঘণ্টার মধ্যেই অন্য ছবি, মোতায়েন প্রচুর পুলিশ, থমথমে মানিকচক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)