South 24 Paragana : স্বামীর ব্যবসায় মন্দা, অ্যাপের মাধ্যমে চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত মহিলা !
চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৮ হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।
![South 24 Paragana : স্বামীর ব্যবসায় মন্দা, অ্যাপের মাধ্যমে চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত মহিলা ! South 24 Paragana housewife was allegedly cheated after giving money for job via mobile app South 24 Paragana : স্বামীর ব্যবসায় মন্দা, অ্যাপের মাধ্যমে চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত মহিলা !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/1f485831bc9a3861908669dfcb462c95_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শান্তনু নস্কর, ক্যানিং(দক্ষিণ ২৪ পরগনা) : একটি মোবাইল অ্যাপে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। চাকরির খোঁজে সেই অ্যাপে নাম নথিভুক্ত করে প্রতারণার শিকার হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর তালদি গ্রামের মহিলা সুতৃষ্ণা মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৮ হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানা ও বারুইপুর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। কিন্তু, প্রতারককে ধরার জন্য সঠিক পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতারিত মহিলার অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তের মোবাইল নম্বর অ্যাক্টিভ রয়েছে। নতুন করে অন্যদেরও প্রতারণার ফাঁদে ফেলে টাকা নেওয়া হচ্ছে।
বাড়িতে অসুস্থ মা রয়েছেন। লকডাউনের পর থেকে স্বামীর ব্যবসায়ও মন্দা চলছে। সেই কারণে একটি চাকরির খোঁজ করছিলেন সুতৃষ্ণা। ওই মোবাইল অ্যাপে কলকাতার বিখ্যাত একটি স্বর্ণ ব্যবসায়ী গ্রুপের বিজ্ঞাপন দেখে সেখানে চাকরির আশায় যোগাযোগ করেন অ্যাপের মাধ্যমে। এরপর ওই বিজ্ঞাপন সংস্থার তরফে ধাপে ধাপে নাম রেজিস্ট্রেশন করানোর নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা নেওয়া হয় অনলাইন লেনদেনের মাধ্যমে। কিন্তু সময় পেরিয়ে গেলেও চাকরির নিয়োগপত্র হাতে পাননি ওই গৃহবধূ।
আরও পড়ুন ; প্রতারকের খপ্পরে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা গায়েব ব্যবসায়ীর
সন্দেহ হওয়ায় কলকাতার গড়িয়াহাটে ওই স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা চাকরির কোনও বিজ্ঞাপন দেয়নি। তাদের নামে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি মিথ্যা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে এখনও পর্যন্ত প্রতারকের মোবাইল ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে। এই পরিস্থিতিতে অভিযোগ, একইভাবে অন্যদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রতারিত গৃহবধূর বোনও একইভাবে প্রতারণার শিকার হচ্ছিলেন। কিন্তু দিদিকে দেখে সাবধান হয়ে যান তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)