Murder: ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি, রক্তে ভেসে ঘর! খুন করে চম্পট দিলেন অভিযুক্ত
South 24 Paragana Murder: রবিবার রাত দুটো নাগাদ হঠাৎই গুলি শব্দ, তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে (Prayagraj) আতিক-খুনে ঘটনার পর এবার শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটল। ঘরের মধ্যে ঢুকেই ঘুমন্ত যুবককে গুলি। যুবকের আর্তনাদে ছুটে আসে পরিবারের লোকজন। আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।
ঠিক কী ঘটেছে?
রবিবার রাত দুটো নাগাদ হঠাৎই গুলি শব্দ, তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ। ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখে, জাহির লস্করের ডান দিকের বুকের পাজরে গুলি লেগেছে। ঘুমন্ত জাহিরকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করে চিকিৎসকরা।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী আলাউদ্দিন লস্করের সঙ্গে তার বিবাদ ছিল। আলাউদ্দিন লস্করের স্ত্রীর সঙ্গে জাহির লস্করের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই কারণে সে খুনের হুমকি দিয়েছিল। যদিও পরিবারের লোকজন বসে দুই পক্ষের মধ্যে মিটমাট করে দেয়।
আরও পড়ুন, নিয়োগ-দুর্নীতিতে আরও নেতার হদিশ?জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদে ১০ জন বিধায়কের নাম CBI-এর হাতে
গত তিন দিন আগে জাহির কেরল থেকে বাড়িতে ফিরেছিল। জাহির লস্কর ও আলাউদ্দিন লস্কর দুজনেই কেরলে শ্রমিকের কাজ করে। জাহিরের পরিবারের লোকের অভিযোগ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আলাউদ্দিন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
মৃতের পরিবার সূত্রে খবর, জাহির ও আলাউদ্দিন দু’জনেই কেরলে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে তাঁরা বাড়ি ফেরেন। খুনের পর থেকে পলাতক অভিযুক্ত।