South 24 Pargana Coronavirus Update : সোম ও মঙ্গল বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার সব বাজার
Coronavirus Update : এই সপ্তাহে আবার সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয়।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: করোনা ঝড়ে লাগাম টানতে গত সপ্তাহ থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিল সোনারপুর-রাজপুর পৌরসভা। করোনা মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভায় চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে বৃহস্পতি-শুক্রবার বন্ধ ছিল পুর-এলাকার সমস্ত বাজার, দোকান। এই সপ্তাহে আবার সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয়।
অন্যদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে সোম ও মঙ্গলবার বন্ধ বারুইপুর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকান, বাজার। সকাল থেকে সব দোকান বন্ধ। খোলেনি বাজার।
আরও পড়ুন :
বেড-শঙ্কা! সরকারি-বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়
যদিও এতকিছুর পরও মানুষ কতটা সচেতন হয়েছে, তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২ দিন বন্ধ থাকার পর, শনিবার বাজার খুলতেই চেনা ছবি ধরা পড়ে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায়। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হু হু করে বেড়ে চলার পরও মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন অনেকেই! ধমক দিয়ে তাঁদের মাস্ক পরায় পুলিশ। যে সব বিক্রেতা মাস্ক না পরেই দোকান খুলেছিলেন, তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ওজনযন্ত্র। মাস্ক না পরার কারণে জয়নগরের সরবেরিয়া বাজারেও এদিন সেলুন বন্ধ করে দিতে দেখা যায় পুলিশকে।
করোনা সংক্রমণ রুখতে প্রশাসনিক কড়াকড়ির ছবি ধরা পড়ে শনিবার বারুইপুর পুর এলাকাতেও। মাস্ক না পরায় পুলিশি ধরপাকড় চলে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরে ৯ জনকে গ্রেফতার করা হয় শনিবার। মাস্ক না পরায় রাজপুর-সোনারপুর পুর-এলাকায় গ্রেফতার করা হয় ১৫ জনকে। সংক্রমণ এড়াতে বারুইপুর পুরসভা এলাকায় সমস্ত দোকান, বাজার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
দেশের করোনা আপডেট :
দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি।