ট্রাফিক আইন লঙ্ঘনে কেস দেওয়ায় রোষ, ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সার্জেন্টকে মারধরের অভিযোগ
ডায়মন্ড হারবার (Diamond Harbour) ট্রাফিক গার্ডের সার্জেন্টের (Traffic Sergeant) অভিযোগ, গতকাল রাতে শকুন্তলা পার্কের কাছে বীরেন রায় ওয়েস্টে ট্রাফিক আইন লঙ্ঘনের কেস দেওয়ায় স্থানীয় কয়েকজন বাধা দেন।
কলকাতায়: ট্রাফিক আইন (Traffic Law) লঙ্ঘনের কেস দেওয়ায়, পাড়ায় দাদাগিরি। স্থানীয়দের হাতে নিগ্রহের শিকার ডায়মন্ড হারবার (Diamond Harbour) ট্রাফিক গার্ডের সার্জেন্ট (Traffic Sergeant)। উঠেছে কাজে বাধা দেওয়ার অভিযোগও। ডায়মন্ড হারবার (Diamond Harbour) ট্রাফিক গার্ডের সার্জেন্টের অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ শকুন্তলা পার্কের কাছে বীরেন রায় ওয়েস্টে ট্রাফিক আইন লঙ্ঘনের কেস দেওয়ায় স্থানীয় কয়েকজন বাধা দেন। ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহ করা হয়। বিষয়টি পর্ণশ্রী (Parnasree) থানায় জানান ওই পুলিশ কর্মী। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
কিছু দিন আগে মালদায় পুলিশকর্মীকে মারধরের ঘটনা ঘটে। পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় আক্রান্ত হন এক পুলিশ কর্মী ও তার ভাই। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপাড়া এলাকায়। জানা গিয়েছে, বছর ৪০-এর আক্রান্ত পুলিশ কর্মী বিভীষণ মণ্ডল লবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালের চিকিৎসাধীন। তাঁর ভাই ভজ মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন ; জলাশয়ে পাশাপাশি ভাসছে মানুষের দেহ, মরা অজগর! তীব্র চাঞ্চল্য মহম্মদবাজারে
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশকর্মী বিভীষণ মণ্ডল তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। গতকাল রাতে হঠাৎই মিঠুন মন্ডল, বুলেট মণ্ডল, উত্তম মন্ডল নামে এলাকার কয়েকজন ছেলে পুকুরে মাছ চুরি করতে আসে। এই সময় বিভীষণ মণ্ডল বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করলে প্রথমে বিভীষণকে বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ভাই ভজ মণ্ডল দাদাকে বাঁচাতে আসে। তখন তাঁকেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা পুলিশকর্মী ও তাঁর ভাইকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।