Basanti News: বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুন, গ্রেফতার ২ তরুণ
South 24 Parganas: ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল ধৃতদের।
ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশের দাবি, ৯ জানুয়ারি নিখোঁজ হওয়ার দিনই খুন হয় ১৫ বছরের কিশোরী। গতকাল বাড়ির কাছে চাষের জমি থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণার দিনই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে অভিযোগ ওঠে নাবালিকাকে ধর্ষণ করে খুনের। সোমবার বিকেলে চাষের জমি থেকে উদ্ধার হল নাবালিকার বিবস্ত্র দেহ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের তরফে বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর করেও হদিশ মেলেনি ছাত্রীর। এর মধ্য়েই সোমবার জমিতে কাজ করতে যান স্থানীয় এক বাসিন্দা। তাঁর মনে হয়, মাটিতে কিছু পোঁতা রয়েছে। মাটি সরাতেই দেখতে পাওয়া যায় দেহাংশ। এরপর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারাই। পুলিশ এসে বিবস্ত্র অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার করে। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হল দুজনকে।
আর জি কর মেডিক্যালে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। বিচারক জানান, এই ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম বলে মনে করছেন না তিনি। আর এতেই বিস্মিত নিহত চিকিৎসকের মা-বাবা থেকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। তাঁদের প্রশ্ন, এটা বিরলের মধ্য়ে বিরলতম না হলে কোনটা? আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: RG Kar News: আর জি করকাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ, নজর দেবে তো CBI? প্রশ্ন সব মহলে






















