(Source: ECI/ABP News/ABP Majha)
South 24 Parganas News: জমা জলের তলায় ট্রান্সফর্মার! ৬ দিন ধরে বিদ্যুৎহীন এলাকায় ক্ষোভের মুখে কাউন্সিলর
No Electricity: ট্রান্সফর্মার জলের নীচে থাকায় এখনই বিদ্য়ুৎ সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন CESC-র কর্মীরা।
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: জলমগ্ন পাড়া। হাঁটুজল বন্দি বাসিন্দারা। তার মধ্যেই ৬ দিন ধরে বিদ্যুৎহীন এলাকা। এই ঘটনার প্রতিবাদে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা (Mahestala Municipality) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মেলার পর বিক্ষোভকারীরা এলাকা ছাড়েন। তৃণমূল পরিচালিত মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ১৮ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকাই কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন। ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ৬ দিন ধরে জমা জলে বিদ্য়ুৎহীন হয়ে রয়েছে নিউ আয়নাল পাড়া ও সর্দার পাড়ার বিস্তীর্ণ এলাকা। ট্রান্সফর্মার জলের নীচে থাকায় এখনই বিদ্য়ুৎ সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন CESC-র কর্মীরা। আর তাতেই আরও ক্ষোভ ছড়িয়েছে ওই দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। শেষমেশ কাউন্সিলরের বাড়ি গিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা।
নিউ আয়নাল পাড়া ও সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। নিকাশির যাবতীয় পরিস্থিতি একেবারে তথৈবচ। কোনওভাবেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ছয় দিন ধরে বিদ্যুৎহীন অবস্থা দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে সিইএসসির লোকজনেরা কাজে আস। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এলাকায় এমন জল জমেছে যে বিদ্যুৎ সংযোগকারী ট্রান্সফরমার জমা জলের তলায় রয়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দেন বিদ্যুৎকর্মীরা। আর তাতেই আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যদিও কিছুক্ষণ পরেই সেই বিক্ষোভ উঠিয়ে বাসিন্দারা সোজা চলে যান ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা বেরার বাড়িতে। সেখানেই দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ। পরে কাউন্সিলর ও পুলিশের দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাসে বিক্ষোভকারীরা ঘণ্টাখানেক পরে চলে যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য