South 24 Parganas News: সন্তানকে নিয়ে নদীতে কাঁকড়া ধরছিলেন বাবা, আচমকাই ছুটে এল কুমির..
Crocodile Attacked Minor Death: কিশোরকে মুখে নিয়ে জলের মধ্যে মিলিয়ে গেল কুমির, কাঁকড়া ধরতে এসে ডাঙাতেই দাঁড়িয়ে রইলেন বাবা..
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাবা ও ছেলে মিলে নদীতে কাঁকড়া ধরছিলেন। আচমকা কুমির এসে টেনে নিয়ে গেল ছেলেকে (Crocodile Attacked)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি- প্লটে গোবদিয়া নদীতে।
খবর পেয়ে পুলিশ ও বন দফতর লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি শুরু করেছে। কিন্তু আজ সকাল পর্যন্ত নিখোঁজ কিশোরের কোন খোঁজ মেলেনি। আজও নদীতে তল্লাশি চলবে।সুন্দরবনের গোবদিয়া নদীতে বড়শি দিয়ে বাবা- ছেলে মিলে কাঁকড়া ধরছিল। নদীতে তখন জোয়ার ছিল। নদীর কূলে দাঁড়িয়ে থাকা কিশোরের পায়ে কামড় দেয় কুমির। কিছুক্ষণের মধ্যে কিশোরকে মুখে নিয়ে জলের মধ্যে মিলিয়ে যায় কুমিরটি। বাসিন্দারা জানার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ১৩ বছরের মানিক ভক্তা স্থানীয় সত্যদাসপুরের বাসিন্দা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোবর্ধনপুর উপকূল থানার পুলিশকে সঙ্গে নিয়ে লঞ্চে করে নদীতে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। সুন্দরবনের এই এলাকার নদীতে কুমির আছে। পাশেই ভগবতপুর কুমির প্রকল্প। প্রতিবছর বন দফতরের পক্ষ থেকে কুমির ছাড়া হয় এলাকার নদীতে। অতীতেও মাছ ধরার সময় কুমিরের কামড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মৎস্যজীবীর।
আরও পড়ুন, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক, ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারে নেমে পড়লেন খোদ BDO
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।