Abhishek Banerjee: 'কালো টাকার দায় নিতে হবে কেন্দ্রকেই', বিস্ফোরক অভিষেক
Abhishek Attacks Modi Govt on Black Money: চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে জোর আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বার্তা মোদি সরকারকে ?
কলকাতা: চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে জোর আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একদিকে রাজ্যে যখন নিয়োগ-সহএকাধিক দুর্নীতিতে সংবাদ মাধ্যমে বারবার শাসকদলের হেভিওয়েট কিংবা তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে নগত কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আনা হচ্ছে টাকা গোনার মেশিন। মাঠে কমেন্ট্রি করার স্টাইলে,টুইটে জোর খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর এমনই এক আবহে 'কালো টাকার' ইস্যুকেই পাল্টা ঢাল বানিয়ে কেন্দ্রকে আক্রমণ শানালেন এদিন অভিষেক। বললেন,'কালো টাকার দায় নিতে হবে কেন্দ্রকেই।'
প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি, নগত টাকা উদ্ধারের ঘটনা ব্যবসায়ীর বাড়ি-সহ গড়িয়াহাটেও টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এবার সেই ইস্যুকেই পাল্টা ঢাল হিসেবে রাখলেন অভিষেক। এদিন অভিষেক বলেন, 'কালো টাকা ধ্বংসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, ৫০ দিন সময় চেয়েছিলেন। বেঙ্গালুরু, বাংলায় কালো টাকা উদ্ধার হচ্ছে, এর দায় নিতে হবে কেন্দ্রকেই।'
এদিন মূলত চড়িয়াল সেতুর উদ্বোধনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে। সর্বনাশা বন্ধ মানুষ সমর্থন করে না, সেইজন্য আজ উদ্বোধন করলাম। অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু কর্মনাশা বন্ধ নয়। যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।'
আরও পড়ুন, 'এত ভয় কেন রাজ্য সরকারের ?' SFI বিধানসভা অভিযানে প্রশ্ন সুজনের
অপরদিকে, অভিষেক , কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে বলেন, 'বাংলায় মুখ থুবড়ে পড়ার পর বাংলার পাওনা টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রকল্পের ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যে পরিবর্তন তো হবেই। কেন্দ্রীয় প্রকল্পের নাম তো মুখ্যমন্ত্রী প্রকল্প করা হয়নি। গা-জোয়ারি, জোরজবরদস্তি করে টাকা আটকে রেখেছে কেন্দ্র। যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাঁদের বলব বাংলার বকেয়া টাকা নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আগামীতে পাকা ছাদের জন্য রাজ্য টাকা দেবে।'