South 24 Parganas News: বিপদের ঝুঁকি নিয়েই স্কুলে যাতায়াত, জেটির অভাবে দুর্ভোগ গোসাবায়
South 24 Parganas News Update: তিন দশকের বাম শাসন, এক দশকের তৃণমূল পরিচালিত সরকারের আমলেও পাকাপোক্ত জেটি হয়নি। কাদা পেরিয়ে, বিপদের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে-আসতে নৌকায় উঠতে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষকদের।
শান্তনু নস্কর, গোসাবা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবার (Gosaba) চুনাখালিতে খেয়াঘাটে স্থায়ী জেটি না থাকায় কাদা পেরিয়েই নৌকায় (Boat) উঠতে হয় যাত্রীদের। বেশ কয়েক দশক পেরিয়ে গেলেও সমস্যার সুরাহা হয়নি। স্থায়ী জেটির দাবিতে সরব হয়েছে স্কুল পড়ুয়ারা। দুর্ভোগের কথা জেনে স্থানীয় বিধায়ক স্থায়ী জেটি তৈরির আশ্বাস দিয়েছেন।
তিন দশকের বাম শাসন, এক দশকের তৃণমূল (TMC) পরিচালিত সরকারের আমলেও পাকাপোক্ত জেটি হয়নি। কাদা পেরিয়ে, বিপদের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে-আসতে নৌকায় উঠতে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষকদের। নিত্যদিনের কাজে বেরিয়ে একই অসুবিধেয় পড়েন গ্রামবাসীরাও। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবার (Gosaba) চুনাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই খেয়াঘাটেই এত বছরেও স্থায়ী জেটি না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। এই খেয়াঘাট থেকেই নৌকায় হাতাখালি নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার গাববেড়িয়া কালীচরণ শিবানী হাইস্কুলে পড়তে যায় গ্রামের প্রায় আড়াইশো ছাত্রছাত্রী। যাত্রাপথের দুর্দশার কথা বলছে তারা।
গাববেড়িয়া কালীচরণ শিবানী হাইস্কুলের ছাত্রী ভগবতী মালিক বলেন, “নৌকা থেকে নামতে গেলে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোটরাও এই ঝুঁকি নিয়ে স্কুলে যায়। পড়ে গিয়ে জামা ভিজে যায়।‘’ একই কথা শোনা গেল এক স্কুল শিক্ষকের মুখেও। শিক্ষক অশোক মণ্ডলের কথায়, “কাদা পেরিয়ে যেতে হয়, অনেক ছাত্রছাত্রী যায়। পড়ে গিয়ে অনেকের জামা কাপড়ে কাদা লেগে যায়।‘’
সমস্যার কথা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, “সমস্যার কথা শুনেছি, বিষয়টি খতিয়ে দেখে ওখানে স্থায়ী জেটি করার ব্যবস্থা করা হবে।’’তবে কতদিনে পাকাপোক্ত জেটি হয়, এখন তারই অপেক্ষায় রয়েছেন স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা।
আরও পড়ুন: Anish Khan Update: আনিস মৃত্যু তদন্তে সুবিচারের দাবিতে হাওড়া ময়দান পর্যন্ত আইএসএফের মোমবাতি মিছিল