South 24 Parganas News: উস্তিতে BJP নেতা খুনে চাঞ্চল্যকর মোড় ! গ্রেফতার ১ মহিলা, 'সম্পর্কের টানাপোড়েনে..'
Usthi BJP Leader Murder Case: উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়, কী বলছে পুলিশ ?
দক্ষিণ ২৪ পরগনা: উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। সম্পর্কের টানাপোড়েনে খুন বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর, দাবি পুলিশের। বিজেপি নেতা খুনে গ্রেফতার ১ মহিলা, অপরাধ কবুল ধৃতের। মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক পৃথ্বীরাজ নস্কর। বিজেপি কার্যালয় থেকে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ।
গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। 'দুর্গাপুজোয় আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগালে হুমকি দেওয়া হয়েছিল। এক তৃণমূল নেতা এসে হুমকি দিয়ে যায় ছেলেকে', এটা রাজনৈতিক খুন, অভিযোগ মৃত বিজেপি নেতার বাবার। মূলত, গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক। ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ, আজ হবে ময়নাতদন্ত। নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চারদিন ধরে ছিলেন নিখোঁজ। অবশেষে বাইরে থেকে তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিজেপি নেতার রক্তাক্ত, বিবস্ত্র দেহ। নিহত পৃথ্বিরাজ নস্কর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। পুলিশ সূত্রে খবর, গত চার তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে উস্তি থানার পুলিশ। এর মাঝেই উস্তির ওই বিজেপির কার্যালয়ের জানলা দিয়ে ভিতরে বিজেপি নেতার দেহ পড়ে থাকতে দেখেন নিহতের পরিবারের সদস্য় ।
শুক্রবার রাতে সেই অফিসের তালা ভেঙে, দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক, শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন, নিখোঁজ রয়েছে তাঁর ফোন। পুলিশ সূত্রে খবর, কার্যালয়ের দু'দিকের দরজায় বাইরে থেকে তিনটি তালা মারা ছিল। সেই তালার কোনও চাবি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে এই বিজেপি নেতাকে।
আরও পড়ুন, ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ! গুরুতর অভিযোগ মালদা ও উত্তর ২৪ পরগনার স্কুলে
দুর্গাপুজোয় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগানোয় তৃণমূল নেতা এসে হুমকি দেয়। এটা রাজনৈতিক খুন, অভিযোগ নিহতের বাবা। পাশাপাশি ঘটনার নেপথ্য়ে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে বিজেপি। অন্য়দিকে পুলিশ সূত্রে খবর, নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের কল লিস্টের ভিত্তিতে ২ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের ভিডওওগ্রাফি করা হবে। ম্য়াজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হবে। ঘটনাস্থলে ডাকা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফরেন্সিক বিশেষজ্ঞদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।