South 24 Parganas: মানুষের হাসপাতালে কুকুর! নিয়ে যাওয়া হল TMC নেতার পোষ্যকে
RG Kar Protest: আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিসের মতো ঘটনার পুনরাবৃত্তি।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের মানুষের হাসপাতালে কুকুরের চিকিৎসা। এসএসকেএমে ডায়ালিসিসকাণ্ডের পুনরাবৃত্তি এবার দক্ষিণ ২৪ পরগনায়। ফের কুকুরকে নিয়ে যাওয়া হল মানুষের হাসপাতালে!দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল নেতার কুকুরকে নিয়ে যাওয়া হল মানুষের হাসপাতালে।
অ্যাম্বুল্যান্সে করে তৃণমূল নেতার কুকুরকে নিয়ে যাওয়া হল মানুষের হাসপাতালে। বিষয়টি নিয়ে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'ডায়মন্ড হারবার মডেল - মানুষ ব্রাত্য, তৃণমূল নেতার পোষ্যকে অগ্রাধিকার', এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, ২ সেপ্টেম্বর নিজের পোষ্য কুকুরকে নিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে যান তৃণমূল ব্লক সভাপতি। 'কুকুরকে হাসপাতালে আনা হলেও চিকিৎসা করা হয়নি', জানিয়েছেন আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার। যোগাযোগের চেষ্টা করা হলেও তৃণমূল ব্লক সভাপতি নবকুমার বেতালের প্রতিক্রিয়া মেলেনি। এর আগে ২০১৫ সালেএসএসকেএমে নির্মল মাজি-ঘনিষ্ঠের কুকুরের ডায়ালিসিসের চেষ্টার অভিযোগ ঘিরে তোলপাড় হয়।
এদিন শুভেন্দু অধিকারী X হ্য়ান্ডেলে লিখেছেন, 'গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুলাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হসপিটালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শুভ্রা ঘোষ।'
গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ… pic.twitter.com/iPxW4RrLQy
— Suvendu Adhikari (@SuvenduWB) September 13, 2024
ডায়মন্ডহারবারের বিজেপির সহ সভাপতি সুফল ঘাটুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অভয়ার মৃত্যুতে ডাক্তাররা আন্দোলন করছেন, তাদের উপর শক্তি প্রয়োগ করা হচ্ছে। আর এদিকে মানুষের হাসপাতালে মানুষের ব্যবহার করা হাসপাতালে কুকুরকে নিয়ে যাওয়া হচ্ছে।
তৃণমূল জেলা পরিষদ সদস্য চিত্ত কারার, 'এটা ঘোরতর অন্যায়। শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, সামাজিক জ্ঞান না থাকে। মানুষের সেবা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এমন করে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব