South Bengal Weather : শীতে জবুথবু দক্ষিণবঙ্গ, পারদ-পতনে গ্যাংটককে হারাল পুরুলিয়া, বীরভূম
South Bengal Weather Update : পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। কলকাতায় দুই রাতে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন বছরের তো বটেই, এই শীতের সবথেকে ঠান্ডা দিন আজ। সকাল থেকেই উত্তুরে হাওয়ায় কাঁপল শহর থেকে জেলা। কুয়াশার চাদর সরিয়ে, শীতের রোদ গায়ে মেখে, একটা উপভোগ্য উইকএন্ড হল শুরু। মরশুমের শীতলতম দিনে কলকাতায় পারদ এক ধাক্কায় নেমে গেন ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এর আগে ডিসেম্বরে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস এ নেমেছিল কলকাতার তাপমাত্রা।
পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। কলকাতায় দুই রাতে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল। রাজ্য জুড়েই কমছে তাপমাত্রা। আগামী দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে। শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলাতেও কুয়াশার দাপট বজায় থাকবে।
পৌষ সংক্রান্তির আগে শীতে জবুথবু বাংলা। পারদ-পতনে গ্যাংটককে হারিয়ে দিয়েছে পুরুলিয়া, বীরভূম। পশ্চিমবঙ্গের সবথেকে ঠান্ডা জেলা দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পশ্চিমের ২-১ টি জেলা। গ্যাংটকে শনিবারের তাপমাত্রা ৭.৭ ডিগ্রি। দার্জিলিংয়ের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে গিয়েছে পুরুলিয়ায় পারদ। আজ সেখানে ৭.১ ডিগ্রি । শ্রীনিকেতনে ৭.৪ ডিগ্রি। দার্জিলিঙের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় কলকাতায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। এখানে আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পারদ নেমেছিল ১৩.৭-এ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন এই রকমই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে।
এক নজরে কলকাতার তাপমাত্রা :
- কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা।
- গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে।
- বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা, কী জানাচ্ছে মৌসম ভবন ?
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 13-Jan 13.0 24.0 Mainly Clear sky 14-Jan 14.0 23.0 Mainly Clear sky 15-Jan 14.0 24.0 Mainly Clear sky 16-Jan 14.0 24.0 Mainly Clear sky 17-Jan 16.0 25.0 Partly cloudy sky 18-Jan 17.0 26.0 Partly cloudy sky with possibility of rain or Thunderstorm 19-Jan 17.0 26.0 Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
আরও পড়ুন :
আর কদিন পরেই জীবনের বড় পরীক্ষা, কী ভাবে সামলাবে আতঙ্ক, ভয়, উদ্বেগ ?