South Dinajpur News: ফল মিলল চেষ্টায়, বালুরঘাটে শিক্ষক-শিক্ষিকাদের পথনাটক দেখে দিল্লি থেকে স্কুলে ফিরল ছাত্র
South Dinajpur School News:সোশ্যাল মিডিয়ায় দেখে পড়াশোনার তাগিদে আবার ফিরে এসেছে এই স্কুলছাত্র । এমন অভিনব ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতনে।
মুন্না আগরওয়াল,দক্ষিণ দিনাজপুর : করোনাভাইরাস (Coronavirus) অতিমারী অনেকের জীবনই বদলে দিয়েছে। কাজকর্ম হারিয়ে সংসার টানতে নাজেহাল হচ্ছেন অনেকেই। এর প্রভাব পড়েছে শিশু –কিশোরদের ওপরও। তাদের মধ্যে কাউকে কাউকে পড়াশোনাও ছাড়তে হয়েছে। কোনও কাজের সঙ্গে যুক্ত হয়েছে কেউ কেউ। করোনার জেরে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল। কিছুদিন আগে ফের দরজা খুলেছে স্কুলের (School repoen)। এরইমধ্যে স্কুলের বেঞ্চে সহপাঠীদের কাউকে কাউকে দেখতে পায়নি পড়ুয়ারা। তাদের স্কুলে ফেরানোর চেষ্টাও শুরু হয়েছে। সেই চেষ্টায় সুফলও মিলল। সোশাল মিডিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের পথনাটক দেখে সুদূর দিল্লি থেকে ফিরে এল দক্ষিণ দিনাজপুরের(South Dinajpur) স্কুল ছাত্র (Student)।
করোনা সংকটের সময় পড়াশোনা ছেড়ে শ্রমিক মায়ের সঙ্গে দিল্লি চলে গিয়েছিল ওই ছাত্র। কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পথ নাটক সোশ্যাল মিডিয়ায় দেখে পড়াশোনার তাগিদে আবার ফিরে এসেছে এই স্কুলছাত্র । এমন অভিনব ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতনে। জানা গেছেূ, দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম অযোধ্যা এলাকার অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র ইমন লোহার। প্রায় বছর খানেক আগেই লকডাউন সময় পড়াশোনা ছেড়ে শ্রমিক মায়ের সঙ্গে দিল্লি চলে গিয়েছিল। প্রায় দেড় বছর পরে সারা রাজ্যে স্কুল খোলে কিন্তু অনেক ছাত্র-ছাত্রী স্কুল খুলে যাওয়ার পর বিভিন্ন কারণে স্কুলে আসছিল না। সেই কারণে তাদের স্কুল ফিরিয়ে আনতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল লাগোয়া বিভিন্ন এলাকায় গিয়ে পথনাটক করে ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্যোগ নেন।
Malda Fraud: ই-মেলে এল ভুয়ো মেল, রেলে চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকার প্রতারণা
এরপর শিক্ষক-শিক্ষিকারা শালগ্রাম,লোহার পাড়া সহ বিভিন্ন এলাকায় পথনাটক করে স্কুলের ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের সচেতন করছিলেন। আর সেই পথনাটকের বিষয় বন্ধুর কাছে ফোন মারফত ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ছোট্ট ইমনের মনেও পড়াশোনা ইচ্ছে আবার জেগে ওঠে। আর সেই কারণেই আবার পড়াশোনার তাগিদে স্কুলের আঙ্গিনায় ফিরে আসে ইমন। নাটকের পীঠস্থান বালুরঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে নাটকের যে একটা যোগাযোগ রয়েছে এই ঘটনা আবারও তার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকল। স্কুলের ছাত্র-ছাত্রীদের আবার স্কুলের আঙিনায় ফেরাতে স্কুলের শিক্ষক শিক্ষিকা এই উদ্যোগের ফলে স্কুলের আরও অনেক ইমনরা আবার স্কুলে ফিরে আসবে, এই আশা নিয়ে অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষিকারা আরও বেশ কয়েকটি এলাকায় নাটক প্রদর্শন করতে চলেছেন বলে জানা গেছে।