South Dinajpur News: পুকুরে মা ও ২ সন্তানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
Dead body Recover: বৃহস্পতিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় মা ও দুই শিশুপুত্রের মৃতদেহ। একজনের বয়স ২, একজনের ৩। মৃত্যুর কারণ নিয়ে পরতে পরতে রয়েছে ধোঁয়াশা।
দক্ষিণ দিনাজপুর: পুকুরে ভাসছে মা ও ২ সন্তানের মৃতদেহ (Dead body Recover)। বৃহস্পতিবার সকালে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরর (South Dinajpiur) বংশীহারী ব্লকের সমষপুর এলাকায়। প্রতিবেশী সূত্রে খবর, মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। ভিনরাজ্যে থাকেন। বুধবার রাতে মা ও ২ ছেলেকে তাঁরা শেষবারের মতো দেখা গেছিল। বৃহস্পতিবার সকালে পুকুর থেকে উদ্ধার হল মা ও দুই শিশুপুত্রের মৃতদেহ। একজনের বয়স ২, একজনের ৩। মৃত্যুর কারণ নিয়ে পরতে পরতে রয়েছে ধোঁয়াশা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বংশীহারী থানার পুলিশ।
পুকুর থেকে মা থেকে সন্তানদের দেহ উদ্ধার: বংশীহারী এলাকার বাসিন্দা সওকত আলি বলেন, মৃতরা আমার বাড়ির পাশেই থাকতেন। হঠাৎ লোক মারফত জানতে পারি ৩টে মৃতদেহ পুকুরে ভাসছে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় গিয়ে দেখি। গোটা বিষয়টা প্রশাসনকে জানাই। ব্যবস্থা নেয় প্রশাসন। দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুন নাকি আত্মহত্যা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বংশীহারী থানার IC মনোজিৎ সরকার বলেন, “বৃহস্পতিবার দুপুরে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে। ময়নাতদন্ত হওয়ার পরই কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।’’
রাস্তায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার: এদিকে প্রকাশ্য় রাস্তায় পড়ে গুলিবিদ্ধ (Bullet) দেহ (body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পাশেই আবার আগ্নেয়াস্ত্র (firearms)। প্রত্যন্ত এলাকা নয়, খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছে। আরও নির্দিষ্ট করে বললে তারাতলার (taratala) হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গত কাল রাতেই ওই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায়। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কে তিনি? কোথা থেকে এলেন? কী ভাবেই বা মৃত্যু, এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রহস্য উদঘাটনে বড় ভূমিকা নিতে পারে রিপোর্ট, ধারণা তদন্তকারীদের। আপাতত আগ্নয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে কেন এমন পথ তিনি বাছলেন সেটাও জানা দরকার।
আরও পড়ুন: উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত তৃণমূল, সম্ভাবনার কথা প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ" href="https://bengali.abplive.com/district/abp-ananda-was-the-first-to-highlight-the-possibility-of-the-trinamool-abstaining-from-voting-in-the-vice-presidential-election-905075" target="">Vice President Election: উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত তৃণমূল, সম্ভাবনার কথা প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ