Ritwick Chakraborty: 'শিরায় শিরায় গর্ত' কটাক্ষ? দেব-ভক্তদের আঘাত করতে চাননি ঋত্বিক, RG করের বিচার নিয়ে হতাশ?
তিনি মনের কথা মন খুলে বলতেই পছন্দ করেন। গোটা টলিউড অন্য পথে হাঁটলেও, তিনি জোর দেন অভিনয়ে, জোর দেন সাদামাটা জীবনযাত্রায়। তিনি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সামনেই মুক্তি পাচ্ছে, মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত তাঁর ছবি 'ভাগ্য়লক্ষ্মী'। বিপরীতে সোলাঙ্কি রায় (Solanki Roy)। একটা সাদামাটা দম্পতির ঘরে হঠাৎ যদি এসে যায় এক স্যুটকেস ভর্তি টাকা, কী পরিস্থিতি হবে সেই দম্পতির? সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। আচ্ছা, যদি ছবির মতোই এক বাক্স ভর্তি টাকা পেয়ে যান ঋত্বিক চক্রবর্তী? নতুন বছরে কী কী বদল এল তাঁর জীবনে? কাজ করতে করতে কখনও অবসাদ গ্রাস করে তাঁকে? 'দেব' অভিনীত 'খাদান' ছবির সাফল্য নিয়ে সত্যিই কি আপত্তি আছে তাঁর? 'শিরায় শিরায় গর্ত' বলে কি দেবকে ইঙ্গিত? আরজি করের ঘটনা নিয়ে কী হতাশ অভিনেতা? বাংলাদেশের পরিস্থিতি প্রভাব ফেলছে টলিউডে? সরাসরি প্রশ্ন, সোজাসাপ্টা উত্তরে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।