(Source: ECI/ABP News/ABP Majha)
Sovan Chatterjee: দেবশ্রীর বিরুদ্ধে 'পরিকল্পিত চক্রান্তের' অভিযোগ শোভনের, পাঠালেন আইনি নোটিস
Sovan to Debashree: একটি ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, 'কিছুদিন আগে দেবশ্রী রায় দুটি প্রোফাইল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট করা হয়। যা আমার দৃষ্টি আকর্ষণ করে।
কলকাতা: দেবশ্রী রায়কে (Debashree Roy) আইনি নোটিস (Notice) শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। কেন তাঁর সঙ্গে এখনও দেখা যাচ্ছে অভিনেত্রী দেবশ্রীর ছবি? এই ইস্যু নিয়েই দেবশ্রীর বিরুদ্ধে 'পরিকল্পিত চক্রান্তের' অভিযোগ শোভনের। যদিও শোভনের নোটিসের গুরুত্বই দিতে চাইলেন না দেবশ্রী।
ঠিক কী বলেছেন শোভন?
একটি ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, 'কিছুদিন আগে দেবশ্রী রায় দুটি প্রোফাইল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট করা হয়। যা আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার ছবি দিয়ে, আমার অজ্ঞাতে, আমার অনুমতি ছাড়া, আমার পারিবারিক অনুষ্ঠান, আমার অফিসিয়াল জায়গা ব্যবহার করে পোস্ট করা হয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে আমার তৎকালীন পদকে উল্লেখ করে যা পোস্ট করা হয়েছে তা সঠিক নয়। অনেক আগে ঘটনাকে এখনের বলে দাবি করা হয়েছে। এর নেপথ্যে পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি।
শোভন চট্টোপাধ্যায় এও বলেন, 'দেবশ্রী রায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। যদিও বিচারক সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। আবার আমি এর জন্য দেবশ্রী রায়কে নির্দিষ্টভাবে আইনি নোটিস পাঠিয়েছি। ভবিষ্যতে এমন চক্রান্ত করা হলে আইনিভাবে যতদূর যাওয়ার আমি কিন্তু যাব।'
আরও পড়ুন, 'শান্তনুর ফোন সোনার খনি', নাম দেখলে চমকে যাবে বাংলা! বিস্ফোরক তথ্য জানাল ইডি
২০২১ সালে মানহানির মামলা করেছিলেন দেবশ্রী। একটি সভা থেকে দেবশ্রী প্রসঙ্গে শোভন অযোগ্য বলে মন্তব্য করেছিলেন। এরপরই মানহানির মামলা হয়। সেই সময় দেবশ্রীর পাশে রত্নাকে দেখা গিয়েছিল। দেবশ্রী যে তাঁর ও শোভনের অনেক পুরনো পারিবারিক বন্ধু, সে কথাও জানিয়েছিলেন রত্না।