Sovan Chatterjee: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন, NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায় !
Sovan Chatterjee Got NKDA Chairman Post : মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে শোভন চট্টোপাধ্যায়

আশাবুল হোসেন, কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন। নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন। NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়।
মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন !
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পরে, ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়। তার পুরনো ফর্মে ফিরছেন। আজকেই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানিয়েও দেওয়া হয়েছে, NKDA-র চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে ছিলেন। এবং সেই সময় পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। এবং সেই বৈঠকেই এই দায়িত্ব দেওয়ার বিষয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং গতকালই দার্জিলিং থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ও ফিরেছেন কলকাতায়। আর ফেরার পরেই, রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন শোভন
মেয়র হিসেবে কলকাতায় দীর্ঘদিন কাজ করেছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবার তাঁকে উন্নয়নের কাজে লাগাতে চান। এবং সেই কারণেই NKDA-র চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। এইভাবে একটা সরকারি পদ দেওয়ার মধ্য দিয়েই, তৃণমূলে ধীরে ধীরে পুরনো ফর্মে ফেরার সূচনা হল বলে মনে করা হচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের। তিনি দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জল্পনা চলছিল যে, দীপাবলির আগেই, তিনি তৃণমূলে ফিরবেন। এবং সেই জল্পনাই সত্যি হল। কার্যত দীপাবলির আগেই সরকারি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল।
২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্য়ায়
২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। যদিও, কিছুদিন পর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। উল্টে কখনও ভাইফোঁটায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে...কখনও নবান্নে দেখা যায় তাঁকে। গত ২৫ সেপ্টেম্বর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।এরপর বুধবার সকাল সকাল বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্য়ায়। সফরসঙ্গী ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেন তিনি।























