SSC Recruitment: 'চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল' বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান
SSC: চিত্তরঞ্জন মণ্ডল বলেন, নতি স্বীকার করিনি। চাপ বাড়তেই থাকল। পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন। উনি দলের মহাসচিব। দোড়দণ্ডপ্রতাপ। খুব খারাপ লেগেছিল। দুর্ব্যবহার করেছিলেন।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল। বিস্ফোরক দাবি করলেন তৃণমূল (TMC) আমলে SSC’র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। যদিও এ’নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হলে, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএসসি (SSC) প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কথায়, অনেক সুপারিশ চালককে দিয়ে নেতারা পাঠিয়েছে। প্যাডের পর প্যাড। প্রচুর সুপারিশ। বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল । কোথাও তালিকা করে দেওয়া, চাকরি করে দেওয়া, নেতারাই সুপারিশ করতো। তাদের সবাইকে চিনি।
SCC’র নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য! এই প্রেক্ষাপটেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করলেন, তৃণমূল (TMC) আমলে SSC’র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল! ২০১১’র জুন মাস থেকে ২০১৩-র অক্টোবর পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় (Education Minister Partha Chatterjee) তখন শিক্ষামন্ত্রী না থাকলেও, তৃণমূলের মহাসচিব ছিলেন। SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, তখন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান!
চিত্তরঞ্জন মণ্ডল আরও বলেন, চাপ বাড়তেই থাকল। নতি স্বীকার করিনি। কিন্তু, চাপ বাড়তেই থাকল। অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন। উনি দলের মহাসচিব। দোড়দণ্ডপ্রতাপ। খুব খারাপ লেগেছিল সেদিন। দুর্ব্যবহার করেছিলেন। দুঃখে ছেড়ে দিয়েছিলাম। পদত্যাগপত্র ফিরিয়ে নিতে বলেনি। তখন হয়ত তাড়া ছিল। ভেবেছিল আপদ বিদায় হোক।
SSC’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে ফোন ও হোয়াটসঅ্যাপ (Whatsapp) করা হলেও, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Chiranjeet Chakraborty: 'দলবদল আসলে রোগ', অর্জুন-বাবুলকে একসারিতে বসিয়ে দলকেই একহাত চিরঞ্জিতের
তবে চিত্তরঞ্জন মণ্ডলের (Chittaranjan Mondal) কথায়, ব্রাত্য বসু (Bratya Basu) কিন্তু কোনদিন চাপ দেননি। মুখ্যমন্ত্রী একবার ডেকে বলেছিলেন, কোন কম্প্রোমাইজ করবেন না । নিয়ম বাঁচিয়ে সবকিছু করবেন। বর্তমানে কেউ বলছেন SSC ঘুঘুর বাসা! কেউ দাবি করছেন, দুর্নীতির আঁতুরঘর। এই পরিস্থিতিতেই আরও এক বিস্ফোরক তথ্য খোলসা করেছেন প্রাক্তন চেয়ারম্যান।
তবে এ প্রসঙ্গে এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যান বলছেন, ২০১২ তে পরীক্ষায় কার্বন-লেস ডুবলিকেট ব্যবহার করেছিলাম। আমার এক শিক্ষক বলেছিলেন, চোর ধরতে যাবি না। কিন্তু, চুরি কমানোর চেষ্টা কর। কিন্তু প্রশ্ন, আমি যে কার্বনেস ডুবলিকেট করে এলাম, কেন সেটা বদল করা হল? কারা সিদ্ধান্ত নিল? সব মিলিয়ে SSC’র নিয়োগ দুর্নীতি প্রায় প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে।