SSC নিয়োগ নিয়ে একের পর এক সমস্যা! ৩ মামলার শুনানি আজই, সবাই তাকিয়ে বিচারপতি অমৃতা সিনহার দিকে
SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোমবারই জোড়া মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এদিন আরও একটি মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি । আজ, বুধবার ৩ টি মামলারই শুনানি হবে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে । আরও একটি মামলার আবেদন করা হয় মঙ্গলবার। মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিন্হা।
তালিকায় 'দাগি', ফের মামলা
নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোমবার হাইকোর্টে ২টি মামলা দায়ের হয়। SSC-কে বারবার সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছিল, একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন! কিন্তু কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ ওঠে, যা নিয়ে ফের মামলাও দায়ের হল কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের পর, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। তবে তার আগে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, 'দাগি' বলে চিহ্নিতরা যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। সেইসময় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, SSC দাগিদের নামের তালিকা প্রকাশিত এবং তাঁদের অ্য়াডমিট কার্ড বাতিল করা হয়েছে। সম্প্রতি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই অবস্থায় এদিন আদালতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা? এরপর মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।
অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা
একাদশ-দ্বাদশে ইন্টারভিউয়ের জন্য নথি যাচাইয়ের তালিকায় দাগি প্রার্থী থাকার পাশাপাশি SSC-র পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে! যা নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন কেউ কেউ। সোমবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন আংশিক সময়ের এক শিক্ষক। আদালতে তাঁর দাবি, পার্ট টাইম শিক্ষকরা অভিজ্ঞতার জন্য কোনও নম্বর পাবেন না বলে আগেই জানিয়েছিল SSC। কিন্তু অভিযোগ, তাঁর অনেক সহকর্মী, যাঁরা আংশিক সময়ের শিক্ষক অথচ তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিন্হা।
মঙ্গলবার আরও একটি মামলা দায়েরের অনুমতি দেল বিচারপতি অমৃতা সিন্হা। সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, এমন স্কুলের শিক্ষকদের একাংশ প্রশ্ন তুললেন, তাদের কেন অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হবে না! বুধবার তিনটি মামলারই শুনানি হওয়ার কথা।






















