SSC Scam: চাকরি বাতিলে প্রতিবাদ, ৭ এপ্রিল 'কালীঘাট চলো' অভিযানের ডাক BJP যুব মোর্চার
BJP Protest On SSC Scam: চাকরি বাতিল হওয়ার প্রতিবাদের ডাক দিল বিজেপি

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্য়ানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সংখ্যাটা ২৫ হাজার ৭৫২। এক নিমেষে কষ্টার্জিত চাকরি হারিয়ে কার্যত আকাশ ভেঙে পড়েছে তাঁদের মাথার ওপর! এবার চাকরি বাতিল হওয়ার প্রতিবাদের ডাক দিল বিজেপি। আগামী ৭ এপ্রিল কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে BJP যুব মোর্চা। এরপর ১৩ এপ্রিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আরও একটি মিছিল করবে বিজেপির যুব মোর্চা।
আরও পড়ুন, 'দায় রাজ্য সরকারের..', চাকরি বাতিলে প্রতিক্রিয়া পদত্যাগী সাংসদ জহর সরকারের !
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়দাবি করেছেন, কারা যোগ্য প্রার্থী আর কারা অযোগ্য, তা আজও আলাদা করা সম্ভব। আর সেই কাজ করার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তিনি। তমলুক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভাল ভাবে, সৎ ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের আলাদা করা আজও সম্ভব। এই যে ছেলেগুলোর ভাগ্যবিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদের উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়।'
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, মুখ্যমন্ত্রীকে 'দিদি' বলে সম্বোধন করে চাকরি-জট কাটাতে কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে আজ আমি 'দিদি' বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করবেন এটা বলছি। এই ২৬ হাজার লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারব বলে আমি আজও মনে করি। কোনও কারণে লিস্টটা হয়নি। আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে, "হুজুর, এদেরকে ক্ষমা করুন। এদের কোনও দোষ নেই। এদের কোনও দোষ নেই। যারা দোষ করেছে, তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদের বাদ দিন, যারা দোষ করেনি তাদের চাকরিটা থাক।" এটুকুই বলব এবং আপনাদের চ্য়ানেলের মাধ্যমে আমি এই আবেদন দিদির কাছে রাখছি।'






















