Partha Chatterjee Live : ৩ অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ
অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা।
LIVE
Background
কলকাতা : ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থর সঙ্গে যাবেন আইনজীবী ও চিকিৎসক। ইডির (ED )চ্যালেঞ্জ মামলায় নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভুবনেশ্বর এইমসে চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষার রিপোর্টের কপি ইডিকে পেশ করতে হবে নিম্ন আদালতে। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।
হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে ( High Court ) সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির। গ্রেফতারির পর তৃণমূলে স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। জানালেন কুণাল।
আরও পড়ুন :
Partha Chatterjee: অর্পিতা মুখোপাধ্যায়ের পর মোনালিসা দাস, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে আরও পার্থ ঘনিষ্ঠের নাম!
ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। আজ সন্ধে ৭টা ৫৭ নাগাদ দুর্ঘটনাটি ঘটে সল্টলেক স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা ( Arpita Mukherjee ) । ছবিতে দেখা যাচ্ছে, ইডির কনভয় যাওয়ার সময় বাঁ দিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটি সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে।
সূত্রের খবর, সেই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে কয়েক মিনিট আটকে যায় কনভয়। ইডির কনভয়ে এদিন ২-৩টি গাড়ি ছিল। বাকি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের গাড়িকে আগে না রেখে, কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন, সেটিকে আগে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্পিতার আইনজীবী চিঠি লিখেছেন ইডির তদন্তকারী অফিসারকে। অর্পিতার নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানানো হয়েছে চিঠিতে।
Partha Chatterjee Live: সকালেই পার্থকে আনা হবে কলকাতায় ?
রাত পেরোলেই পার্থ চট্টোপাধ্যায়কে আনা হবে কলকাতায়, জানাল ইডি
Partha Chatterjee Live: ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত
নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতাকে ইডি হেফাজতে থাকতে হবে।
Partha Chatterjee Live: কাল সকালে পার্থকে আনা হতে পারে কলকাতায়
'আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে', এমনটাই জানিয়েছে ইডি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে। কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানিয়ে দেন এইমসের অধিকর্তা। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কী আজ রাতের বিমানেই কি কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ? তবে সন্ধ্যা পেরোতেই জল্পনায় মিটিয়ে ইডি সূত্র জানিয়েছে, আজ রাতে কলকাতায় আনা হচ্ছে না পার্থকে। কাল সকালে আনা হতে পারে কলকাতায়।
Partha Chatterjee Live: আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে
ইডি সূত্রে জানা জানিয়েছে, আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে ।
Partha Chatterjee Live: পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ?
পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। কারণ পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করেনি ভুবনেশ্বর এইমস। আজই দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।