Partha Chatterjee Live : ৩ অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ
অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা।
LIVE

Background
Partha Chatterjee Live: সকালেই পার্থকে আনা হবে কলকাতায় ?
রাত পেরোলেই পার্থ চট্টোপাধ্যায়কে আনা হবে কলকাতায়, জানাল ইডি
Partha Chatterjee Live: ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত
নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতাকে ইডি হেফাজতে থাকতে হবে।
Partha Chatterjee Live: কাল সকালে পার্থকে আনা হতে পারে কলকাতায়
'আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে', এমনটাই জানিয়েছে ইডি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে। কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানিয়ে দেন এইমসের অধিকর্তা। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কী আজ রাতের বিমানেই কি কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ? তবে সন্ধ্যা পেরোতেই জল্পনায় মিটিয়ে ইডি সূত্র জানিয়েছে, আজ রাতে কলকাতায় আনা হচ্ছে না পার্থকে। কাল সকালে আনা হতে পারে কলকাতায়।
Partha Chatterjee Live: আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে
ইডি সূত্রে জানা জানিয়েছে, আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে ।
Partha Chatterjee Live: পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ?
পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। কারণ পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করেনি ভুবনেশ্বর এইমস। আজই দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
