State Level Task Force: স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, ১১ সদস্য হলেন কারা ?
State Level Task Force After RG Kar Protest:স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি, কারা আছেন এই টাস্ক ফোর্সে, কারা হলেন সদস্য ?
কলকাতা: স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি মতো বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। হাসপাতালের নিরাপত্তা ও অভিযোগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে টাস্ক ফোর্স। মুখ্যসচিবের নেতৃত্বের ১১ সদস্যের টাস্ক ফোর্স গঠন। টাস্ক ফোর্সের সদস্যরা হলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি, ২ জন জুনিয়র ও ২ জন সিনিয়র রেসিডেন্ট, ১ মহিলা চিকিৎসক পড়ুয়া এবং ১ গ্রিভান্স রিড্রেসাল কমিটির প্রতিনিধি।
মূলত গতকাল নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের তরফে এক প্রতিনিধি বলেন, ম্যাডাম যে ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স তৈরি করার কথা হয়েছিল সুপ্রিম কোর্টে, যে মেডিক্যাল কলেজের কোন কোন জায়গায় সিসিটিভি বসানোর প্রয়োজন আছে। সেই সমস্ত জায়গায় সিসিটিভির প্রয়োজন কতটা, তার একটা তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। কিন্তু ম্যাডাম, স্বাস্থ্য তার নিজের মতো করে রেকমন্ডেশন সাজিয়েছে বা স্যাংশন হয়েছে। কিন্তু প্রকৃত চাহিদা কতটা ? প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দেখো আমরা যেটা সুপ্রিম কোর্টকে কমিল করেছি, সেটা আমরা করব। বাদ বাকি তোমরা তো বোঝো, সবই একদিনে চাইলে, অর্থেরও প্রয়োজন আছে। সেটা তৈরি করতেও প্রয়োজন আছে। একদিনে সব কিছু পাওয়া যাবে না বাবু। একটু ওয়েট করো।' এরপরেই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে বলেন, 'যেটা আমাদের সুপ্রিম কোর্টে কথা দেওয়া রয়েছে, সেই কাজটা এখুনই সম্পূর্ণ করো।
আরও পড়ুন, বালটিকুড়ি ESI হাসপাতালে আক্রান্ত চতুর্থ শ্রেণির কর্মী, ফের প্রশ্নের মুখে 'নিরাপত্তা'
আরজি কর কাণ্ডের পর ইতিমধ্য়েই অনেকগুলি দিন পেরিয়েছে। চলছে 'সুপ্রিম' শুনানি। তবে আরজি কর কাণ্ডের সঙ্গেই একের পর এক আরও একাধিক অভিযোগ উঠে এসেছে। যা নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। পাশাপাশি দুর্নীতি ইস্যু থেকে থ্রেট কালচার, সাসপেন্ড ইস্যু থেকে কী নেই সেখানে। তবে এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের সরাসরি কথা বলার সুযোগ হলেও, গতকালের মতো এযাবৎকালে এই আঙ্গিকে বৈঠক বা লাইভ স্ট্রিমিং হয়নি। বলাইবাহুল্য তাই গতকালের বৈঠক সেই সব দিক থেকেই ছিল তাৎপর্যপূর্ণ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।