Ram Temple: বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে রাম পুজোয় সামিল সুকান্ত মজুমদার
Sukanta In Balurghat: কলকাতায় যখন শুভেন্দু, তখন বালুরঘাটের বিভিন্ন এলাকায় রাম পুজোয় মেতে উঠলেন সুকান্তরা..
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডের রাম পুজোয় সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ২২ নম্বর ওয়ার্ডে রাম পূজো শুরু করে রাম পুজোয় যাত্রা শুরু করেন সুকান্ত মজুমদার। এরপরে একে একে বালুরঘাট শহরের আর্য সমিতি, নিউ টাউন, পাওয়ার হাউস-সহ বিভিন্ন এলাকায় রাম পুজোয় মেতে ওঠেন। বিভিন্ন এলাকায় গিয়ে রামের চরণে ফুল ছড়িয়ে দেন তিনি।
কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস। রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন পোস্তার রাম মন্দিরে। যোগ দিলেন অষ্টপ্রহরযজ্ঞে। সন্ধারতি করলেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। কলকাতায়, রাম মন্দিরে লাইভ স্ক্রিমিংয়ের মাধ্য়মে অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ্য়পালও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যারা হিন্দুদের ভালোর জন্য় কাজ করবে, সেই বাংলায় রাজ করবে।'
অযোধ্য়ায় নরেন্দ্র মোদি। রাজপথে সংহতি যাত্রায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতায় শুভেন্দু অধিকারী। ধর্ম-রাজনীতি-ভোট মিলেমিশে একাকার। সোমবার, রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন পোস্তার এই রামমন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শ্রী রাম সেনার আয়োজনে এদিন, গণেশ টকিজ থেকে সেন্ট্রাল অ্য়াভিনিউ পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই পা মেলান বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গাড়ি করে এই লোক আমরা আনিনি। পাড়ায় গ্রামে সব জায়গায় প্রোগ্রাম আছে। সব বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে। লজ্জা থাকলে মমতা বিকেলবেলা বাড়ি থেকে বেরোবে না।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,আমার রাম পুজোয় কোনও আপত্তি নেই। ভোটের আগে ধর্মের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। বিজেপিকে রাজ্য় থেকে একটিও আসন নয়। যারা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে বলে তাঁর কোন হিন্দু ধর্মের প্রতিনিধি। শুভেন্দু অধিকারী বলেন, সংহতি যাত্রা স্বীকারই করি না। হিন্দুস্থান এটা। হিন্দুস্থানের যাত্রা। যারা হিন্দুস্থান বলে, সে যে ধর্মেরই হোক, সে আজকে রামের মিছিলে থাকবে। রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।এরপর, দুপুরে, উত্তর কলকাতায়, ৫০ নম্বর ওয়ার্ডে, শশীভূষণ দে স্ট্রিটে অষ্টপ্রহরযজ্ঞ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখানে বসেই অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাইভ স্ট্রিমিংয়ে চাক্ষুস করেন তিনি।
আরও পড়ুন, অযোধ্যা থেকে ফিরেই বড় বার্তা মোদির, বললেন 'দেশবাসী পেতে চলেছেন..'
আপনি কবে অযোধ্য়া যাবেন? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা অযোধ্যা দ্বিতীয় বিমান চালু হলে ১০ই ফেব্রুয়ারির পর। বিজেপি পরিষদীয় দলের ৬৭ জন বিধায়ক সঙ্গে যাবেন । তৃণমূল বিধায়করা যেতে চাইলে কী করবেন? সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, তৃণমূল বিধায়ক গেলে গঙ্গা স্নান করে গোবর খেতে হবে। যদিও সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, এই মিছিল সর্বধর্মের মিছিল। ধর্ম যার যার, উৎসব সবার। এদিন সন্ধেয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সন্ধারতি করেন শুভেন্দু অধিকারী।