Sukanta Injured: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চোটের অভিযোগ, ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে কী 'বার্তা' সুকান্ত মজুমদারের?
Sukanta Tweets On Injury: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাতে চোট পেয়েছেন, ট্যুইটে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। লিখলেন, ‘গত কালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি।'
কলকাতা: পুলিশের (police) সঙ্গে ধস্তাধস্তিতে হাতে চোট (injured) পেয়েছেন, ট্যুইটে দাবি বিজেপি (BJP) রাজ্য সভাপতি (state president) সুকান্ত মজুমদারের (sukanta majumder)। লিখলেন, ‘গত কালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী এ ভাবে আমায় এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। আপনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে।’ গত কালের বিক্ষোভে আঘাত পেয়েছেন, দাবি তাঁর।
কী হয়েছিল?
SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে গত কাল, শনিবার হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাধে। কর্মসূচি শুরুর আগেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ হাইজ্যাক করে তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরে দাবি ছিল, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্য দিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। সেই ঘটনাতেই চোট পেয়েছেন বলে এদিন ট্যুইট করেন রাজ্য বিজেপি সভাপতি।
এখনও পর্যন্ত ইডির তদন্ত....
পার্থ-অর্পিতার একাধিক অ্যাকাউন্ট এর মধ্যেই ফ্রিজ করেছে ইডি। সেই অ্যাকাউন্টগুলি থেকে ৮ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে রবিবার নতুন খবর। এই টাকার বৈধ উৎস রয়েছে কিনা, কাগজপত্র-নথিপত্রও জানতে চায় ইডি। সেটাই খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, এদিনের বিষয়টি আদালতে জানাতে চলেছেন তদন্তকারীরা। এদিনের মেডিক্যাল পরীক্ষার পর এই বিষয় নিয়েই জেরা করা হবে দুজনকে। পাশাপাশি ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি ছাড়া তাঁদের আর কোনও গোপন অ্যাকাউন্ট রয়েছে কিনা, তাও জানতে চাওয়া হবে। সূত্রের খবর, লেনদেনের বেশ কিছু তথ্য় এর মধ্যেই ব্যাঙ্কের সূত্রে পেয়েছেন ইডি আধিকারিকরা। তবে এই ৮ কোটি টাকার হিসেব যাতে পার্থ-অর্পিতা দিতে পারেন, সেটা আজ জানতে চাওয়া হবে। নগদ ও অ্যাকাউন্ট মিলিয়ে এত টাকা কীসের জন্য ছিল, সেটিও জানার চেষ্টা হবে। জেরায় কালো টাকার প্রসঙ্গও উঠতে পারে বলে খবর।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা