RG Kar News: আজ থেকেই আধা সেনা আরজি করে, কোন শিফটে কতজন মোতায়েন?
R G Kar Update: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ, বৃহস্পতিবার থেকেই আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন হবে আধাসেনা।
![RG Kar News: আজ থেকেই আধা সেনা আরজি করে, কোন শিফটে কতজন মোতায়েন? Supreme Court Directed RG Kar Medical College CISF Deployment for Security RG Kar News: আজ থেকেই আধা সেনা আরজি করে, কোন শিফটে কতজন মোতায়েন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/8d547d2a995f24cb67028c83fc85f66b172429800373951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর জি কর মেডিক্যালের (RG Kar News) সুরক্ষায় আজ থেকেই ২ কোম্পানি CISF মোতায়েন করা হবে। ভিতরের সুরক্ষায় থাকবে আধা সেনা। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশের।
আজ থেকেই আধা সেনা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ, বৃহস্পতিবার থেকেই আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন হবে আধাসেনা। সূত্রের খবর, হাসপাতালের ভিতরে চিকিৎসক-নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দেবে CISF। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। আপাতত হাসপাতালে মোতায়েন হবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বয়েজ ও লেডিজ হস্টেল, হাসপাতালের বিভিন্ন বিল্ডিং, ঢোকা-বেরোনোর গেট মিলিয়ে ২৫টি জায়গায় মোতায়েন থাকছে আধাসেনা। এ ছাড়া, ক্যুইক রেসপন্স টিমের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে একদিনে ৩ শিফটে ১৮৫ জন আধাসেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে। গতকাল লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে CISF-র ADG-র বৈঠক হয়। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশই।
বুধবার সকালে কয়েকজন অফিসারকে নিয়ে হাসপাতাল আসেন CISF-এর DIG কুমারপ্রতাপ সিং। সকালেই যখন ফের একবার আর জি কর মেডিক্যালে যান CISF-এর DIG, তখন তাঁর সঙ্গে ছিলেন CISF-এর IG শিখর সহায়। আর সন্ধেয় আর জি কর মেডিক্যালে যান CISF-এর এডিজি কুন্দন কৃষ্ণন। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন CISF-এর DIG। ১৪ অগাস্ট রাতে যে গেট দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল সেই গেট দিয়েই গতকাল ভিতরে ঢোকেন CISF অফিসাররা। ঘুরে দেখেন ইমার্জেন্সি, ওপিডি ও লেডিস হস্টেল। হাসপাতালে কতগুলি গেট রয়েছে? কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে? কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে? তার রূপরেখা গতকালই তৈরি করেন CISF অফিসাররা। ছিলেন CISF-এর DIG এবং CISF-এর IG-ও।
এদিকে আর জি কর-কাণ্ডে রাজ্য সরকার প্রশাসনিক কর্তাদের বদলির নির্দেশ দিলেও এখনই কর্মবিরতি তোলা হচ্ছে না। আজ জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, সুপ্রিম কোর্টে সিবিআই কী স্টেটাস রিপোর্ট জমা দেয়, সেদিকেও নজর থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতার ছবি, সরানোর নির্দেশ কেন্দ্রের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)