Rajanya Haldar: 'সোনারপুরে ছাত্রীকে দিয়ে TMC নেতার ম্যাসাজ..' ! এবার দৃঢ় কণ্ঠে রাজন্যা, 'আমি চাইনি এটা বারবার প্রমাণিত হোক.. '
Rajanya Haldar On Sonarpur College: কসবাকাণ্ডে আবহে এবার নতুন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজের অভিযোগ ! মুখ খুললেন রাজন্যা..

কলকাতা: কসবাকাণ্ডে আবহে এবার নতুন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর মহাবিদ্য়ালয়ে বিস্ফোরক অভিযোগ। কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজের অভিযোগ উঠেছে ! তৃণমূলের এক যুবনেতার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। দেড় বছর আগেও তিনি অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষাপটে এবিপি আনন্দ-এ বিশেষ সাক্ষাৎকার দিলেন সাসপেনডেড টিএমসিপি-র নেত্রী রাজন্যা হালদার।
কসবাকাণ্ডের পর টিএমসিপি-র ছাত্রনেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মুখ খুলে দলের একাংশের আক্রমণের মুখে পড়েছেন রাজন্যা হালদার। ফিরহাদ কন্যা থেকে শুরু করে অতীন কন্যা প্রত্যেকেরই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু আচমকাই পট পরিবর্তন। রাজন্যা বলেন, 'দুর্ভাগ্যের বিষয় এটা প্রমাণিত হয়ে গেল, এই সব দাদারা এখনও রয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই সব দাদারা এখনও রয়েছে। আমি চাইনি এটা প্রমাণিত হোক বারবার। কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল আবারও। এটা সত্যিই দুর্ভাগ্যের।'
প্রশ্ন: বারবার আপনি অভিযোগ করছিলেন, পার্টির মধ্যে বিভিন্ন জায়গায় মনোজিৎ মডেল ছড়িয়ে আছে। এটা কি মনোজিৎ মডেলের একটা ছবি?
রাজন্যা হালদার : তাই তো দেখতে পাচ্ছি। এটাই তো সেই দাদাতন্ত্র। যেটার কথা আমি বলেছিলাম। খুব খারাপ লাগছে, আজকে যে, অলরেডি আবার এক কর্মীকে, আবারই দলের আরেক কর্মীর দ্বারা, অপদস্ত হতে হল। এবং সেই তত্বই আবার উঠে এল। সত্যিই খুব দুর্ভাগ্যের বিষয় এটা। একজন জনপ্রতিনিধি তিনি অভিযোগ করছেন যে, তাঁর সঙ্গে এরকম এরকম আচরণ হয়েছে। তারপরেও কীভাবে সেই সব মানুষদেরকে, কোনও সাংগাঠনিক দায়িত্বে রাখা হয় ? এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি প্রশ্ন করার কেউ নই। সাধারণ মানুষ প্রশ্ন করবে।
মূলত এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর মহাবিদ্য়ালয়ে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজের অভিযোগ উঠল প্রতীককুমার দের বিরুদ্ধে। যিনি সোনারপুর মহাবিদ্য়ালয়ে তৃণমূল ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও! এই ভিডিও ভাইরাল হতেই দলেরই যুব নেতার বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। যদিও যুব তৃণমূল নেতা প্রতীক দে-র দাবি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এই ভিডিও বানানো হয়েছে।






















