Suvendu On Ghatal: 'ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে..', মুখ্যমন্ত্রীর পাল্টা এবার বড় বার্তা শুভেন্দুর
Suvendu On Ghatal Master Plan: ৪৮ ঘণ্টা আগে ঘাটালে গিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মমতা, আজ পাল্টা শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

পশ্চিম মেদিনীপুর : পাখির চোখ ছাব্বিশের ভোট। এদিকে ভারী বর্ষণের জেরে ফের জল-যন্ত্রণায় জর্জরিত রাজ্যের বাসিন্দারা। ঠিক এহেন মুহূর্তেই দেবকে সঙ্গে নিয়ে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করেছিলেন মমতা। পাশাপাশি তিনি ঘোষণা করেন, 'রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে।' ঠিক ৪৮ ঘণ্টা পর এবার ঘাটালকে নিয়ে বড় ঘোষণা এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন,'না জেনে ফর্ম ফিল আপ করবেন না', ঝাড়গ্রামের সভা থেকে প্রশ্ন মমতার
'পৃথিবীর সর্বোশ্রেষ্ঠ মিথ্যেবাদী' বলে আক্রমণ করে, 'আজ উত্তর দিতে এসেছি' বলেন শুভেন্দু। তিনি বলেন, '৩৪ বছর সিপিএম করেনি। ১৪ বছর মমতা করেনি। ২৬-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে।' রাজ্যের মন্ত্রী যখন কেন্দ্রীয় এজেন্সির অফিসে গিয়ে হাজিরা দিচ্ছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দলেরই এক স্টার সাংসদকে। ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী। আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা।
প্রতি বছরের মতোই এবারও বর্ষায় ঘাটালে পরিবহণ বলতে নৌকা। আর ঘাটালের জল নিয়ে রাজনীতির জলও গড়াচ্ছে বহুদূর। বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে কটাক্ষের সুরে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন,'গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী। ভারতবর্ষে সবচেয়ে কম উপস্থিতি কার? ঘাটালের ৩ বারের এমপি দীপক অধিকারী, দেব। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ।'
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'দেব মহামানব শিশু। মেরেছ কলসির কানা। তা বলে কি প্রেম দেব না? দেবকে কখনও দেখেছেন দলের কেউ খারাপ বললে প্রতিবাদ করেছেন? তার নীতি আমি সবার কাছে ভালো থাকব। ফলে শুভেন্দু দেবকে গালাগাল দিয়েছে বলে আমি তো দিতে পারব না।কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর মতো দেবকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষও। ঘাটালে বারবার বন্যা পরিস্থিতি নিয়ে খড়গপুরের প্রাক্তন বিজেপি সাংসদ নিশানা করেন ঘাটালের সাংসদকে। যার পাল্টা দিয়েছিলেন দেব-ও। বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। আর পাঁচ বছরে একবার এসে পাগলু ড্যান্স করেন। সবাই ভোট দিয়ে দেয়।
মূলত সম্প্রতি তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, দিলীপ আসলে খড়গপুরে ভোটে দাঁড়াতে চাইছে তাই আমাকে সফট টার্গেট করছে...। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে তৃণমূল। আর ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 'মাস্টার'স্ট্রোক দিল বিজেপি। মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ঘাটাল ২ নম্বর ওয়ার্ডের আরগোরা চাতালে প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি। সেখানে তাঁর বক্তব্য উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ।





















