Suvendu on DA : 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে', ডিএ নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দুর
Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে
কলকাতা : বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, এই আবহেই এবার আরও ডিএ বাড়াল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা ট্যুইটারে লিখলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ক্যারিশমা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৈষম্য আরও বাড়ল।
এরপর শুভেন্দু আরও লেখেন, কেন্দ্রীয় সরকার যেখানে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে, সেখানে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে ফারাক ৩৬ শতাংশ। ট্যুইটে অন্য রাজ্যের DA-র হারও তুলে ধরেন শুভেন্দু।
Union Cabinet's decision to enhance the Dearness Allowance (DA) by 4 % to 42 % is commendable.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 25, 2023
47.58 lakh employees & 69.76 lakh Pensioners would benefit.
This is the charisma of Hon'ble PM Shri @narendramodi Ji.
Disparity in pay between WB Govt & Central Govt employees widens:- pic.twitter.com/zbVkusiorD
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা । ৩৮% থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার ৪২% ডিএ হচ্ছে। ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও উপকৃত হবেন পেনশনভোগীরাও।
এদিকে বকেয়া ডিএ-র দাবিতে টানা অনশন-আন্দোলনে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলন চালিয়ে যেতে অনড় রাজ্য সরকারি কর্মীরা। তবে এর আগে ৬ মার্চ, বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ; ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বকেয়া আদায়ে সরকারী কর্মীদের আন্দোলন অব্যাহত