Suvendu Adhikari: তল্লাশিতে গিয়ে আক্রান্ত ED, অমিত শাহকে ফোন শুভেন্দুর
ED Raid: সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হলে ইডি আধিকারিকরা। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত। অমিত শাহকে ফোনে গোটা বিষয়টি জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর আবেদন, নৈরাজ্যকে ধ্বংস করতে ব্যবস্থা নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল।
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হলে ইডি আধিকারিকরা। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় লিখেছেন, "ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। উত্তর ২৪ পরগনার, সন্দেশখালিতে টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা। আমার সন্দেহ যে, দেশবিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে। পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, ইডির ডিরেক্টর ও সিআরপিএফকে ট্যাগ করে এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী।'' বিষয়টি এনআইএ-র তদন্ত করা উচিত বলেও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। এর পাশাপাশি গোটা ঘটনা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
কী ঘটেছে?
তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফাটে ইডি আধিকারিকের। ইডির গাড়ি ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। প্রাণভয়ে অটোতে এলাকা ছাড়লেন ইডি আধিকারিকরা। দুষ্কৃতীদের দখলে চলে যায় গোটা এলাকা।
রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় এবিপি আনন্দ সহ অন্যান্য সংবাদমাধ্যম। ভাঙা হল ক্যামেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের